অভিষেকের জন্মদিনে শপথ ডায়মন্ড হারবারের

অভিষেকের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে দলের অনুশীলনের আগে কেক কাটা হয়। কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ সবাই ছিলেন খোশমেজাজে।

Must read

প্রতিবেদন : বছর তিনেক আগে যে উদ্দেশ্য নিয়ে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পথচলা শুরু, আইএসএল খেলার সেই লক্ষ্যে সফলভাবেই এগিয়ে চলেছে ডিএইচএফসি। যাঁর উদ্যোগ ডায়মন্ড হারবার তথা বাংলার ফুটবলপ্রেমীদের স্বপ্ন দেখিয়েছিল, সাংসদ তথা ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ভাবনাকে বাস্তবায়িত করতে দৃঢ়প্রতিজ্ঞ ক্লাবের কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ এবং কর্তারা। বৃহস্পতিবার অভিষেকের জন্মদিনে ডায়মন্ড হারবার এফসি-র কোচ, ফুটবলাররা শপথ নিলেন আগামী মরশুমেই আই লিগের মূলপর্বে খেলার।

আরও পড়ুন-শীত না এলেও তাপমাত্রা বাড়বে না

অভিষেকের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে দলের অনুশীলনের আগে কেক কাটা হয়। কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফ সবাই ছিলেন খোশমেজাজে। এবার আই লিগের তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার। অভিষেকের জন্মদিনে গোটা দল প্রতিজ্ঞাবদ্ধ, আগামী মরশুমে আই লিগের মূলপর্বে উঠে টিম মালিককে আরও বড় উপহার দিতে চায় তারা।
কোচ কিবু ভিকুনা বললেন, ‘‘শুভ জন্মদিন অভিষেক। আমরা খুব খুশি এবার দল আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়েছে। সবাই একসঙ্গে দল হিসেবে আমরা জিতেছি। ফুটবলার, কোচিং স্টাফ, স্পনসর, কর্তা সবার অবদান রয়েছে এই সাফল্যে।’’ অধিনায়ক অভিষেক দাস বলেন, ‘‘শুভ জন্মদিন আপনাকে। আমরা সবাই পরিশ্রম করেছি আই লিগ থ্রি-র ট্রফি জেতার জন্য।’’
সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে বাস্তবায়িত করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই বছর আমরা আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়েছি। আগামী বছরের শুরুতে দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে আই লিগের মূলপর্বে খেলতে চাই। সেটাই হবে টিম মালিকের আগামী বছরের জন্মদিনে সেরা উপহার।’’

আরও পড়ুন-যোগীরাজ্যে আজব কাণ্ড, চেয়ারে রামের ছবি বসিয়ে চলছে পঞ্চায়েত দফতর

ক্লাবের সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘সাংসদ তথা ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে আইএসএল খেলার যে লক্ষ্য রেখেছেন, সেই লক্ষ্যে আমরা সফলভাবে এগিয়ে চলেছি। এক একটা ধাপ আমরা পেরোচ্ছি। আই লিগ থ্রি-র পর এবার আই লিগ টু-তে চ্যাম্পিয়ন হতে চাই আমরা। জন্মদিনে সাংসদের সুস্বাস্থ্য কামনা করি। আশা করি, এভাবেই আমাদের পাশে থাকবেন।’’

Latest article