প্রতিবেদন : কলকাতা লিগে ছুটছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। প্রিমিয়ার ডিভিশনে শুক্রবার উয়াড়ি এসি-কে ২-১ গোলে হারাল তারা। বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করার পর টানা চার ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষে ডায়মন্ড হারবার। লিগে অপরাজিত জবি জাস্টিনদের ৬ ম্যাচে ১৬ পয়েন্ট।
এদিন বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে ডায়মন্ড হারবারকে জেতাতে বড় ভূমিকা নিলেন গিরিক খোসলা এবং নরহরি শ্রেষ্ঠা। গোল করেন দু’জনেই। তবে একাধিক গোলের সুযোগ নষ্ট না হলে বড় ব্যবধানে জিততে পারত কিবু ভিকুনার দল।
আরও পড়ুন-শুরুতেই চ্যালেঞ্জ লভলিনাদের
শুরু থেকে ম্যাচের রাশ ছিল ডায়মন্ড হারবারের হাতে। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে বারবার আটকে যায় জবিদের আক্রমণ। উয়াড়ি বিক্ষিপ্তভাবে আক্রমণে উঠলেও ডায়মন্ডের রক্ষণ জমাট ছিল। প্রথম গোলের জন্য ডায়মন্ড হারবারকে অপেক্ষা করতে হয় ৩৭ মিনিট পর্যন্ত। দুর্দান্ত একটি মুভ থেকে গোলের লকগেট খুলে ফেলে কিবুর ছেলেরা। জবির গোলের ঠিকানা লেখা পাস থেকে ডান পায়ের জোরাল শটে বল জালে জড়িয়ে দেন গিরিক। প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়ে নিতে পারত ডায়মন্ড হারবার। কিন্তু গোলের সামনে তিনটি ক্ষেত্রে সহজ সিটার মিস করেন রাহুল পাসোয়ান।
আরও পড়ুন-গোটা দল হার্দিকের পাশেই ছিল : বুমরা
দ্বিতীয়ার্ধে রাহুলকে তুলে নরহরিকে নামান ডায়মন্ড হারবার কোচ। অনেক সংগঠিত ফুটবল খেলে দল। আক্রমণেও ঝাঁজ বাড়ে। ৬১ মিনিটে নরহরির গোলেই ব্যবধান বাড়ায় কিবুর দল। ২-০ গোলে এগিয়ে ডায়মন্ড হারবার আরও আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। পাল্টা প্রতিআক্রমণে উঠে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে উয়াড়ি। ৬৬ মিনিটে একটি গোল পরিশোধ করে তারা। উয়াড়ির গোলদাতা শাহরুখ রহমান। গোল পেয়ে উজ্জীবিত উয়াড়ি ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করলেও ডায়মন্ড হারবার তাদের সেই সুযোগ দেয়নি। বরং শিন সহজ সুযোগ নষ্ট না করলে জয়ের ব্যবধান বাড়তে পারত ডায়মন্ড হারবারের।
ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তিন পয়েন্ট আসায় আমরা খুশি। তবে সুযোগ অনেক নষ্ট হয়েছে। খেলায় আরও উন্নতি করতে হবে।’’