সন্তোষ ট্রফিজয়ী বাংলাকে সংবর্ধনা ডায়মন্ড হারবারের

সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলকে জমকালো সংবর্ধনা দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি।

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফিজয়ী বাংলা দলকে জমকালো সংবর্ধনা দিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। সোমবার রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে বাংলার কোচ সঞ্জয় সেন এবং ফুটবলারদের সম্মানিত করা হয়।
ফুটবলে ভারতসেরা বাংলা দলে ডায়মন্ড হারবারের ছ’জন ফুটবলার ছিল। এঁরা হলেন নরহরি শ্রেষ্ঠা, সুপ্রদীপ হাজরা, অয়ন মণ্ডল, রবিলাল হাঁসদা, বিশাল দাস ও সুপ্রিয় পণ্ডিত। স্ট্রাইকার নরহরি সন্তোষ ট্রফিতে নিয়মিত গোল করেছেন। মাঝমাঠে সুপ্রদীপ, রক্ষণে অয়ন, রবিলালরাও নির্ভরতা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা, সচিব তথা প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত-সহ অন্যান্য বিশিষ্টরা।
উষ্ণ সংবর্ধনা পেয়ে আপ্লুত সঞ্জয় সেন বলেন, ‘‘বাংলার কোচ হওয়ার পরেই সিদ্ধান্ত নিয়েছিলাম, নাম বা ক্লাব দেখে ফুটবলার নেব না। বরং যারা ফিট এবং ভাল পারফরম্যান্স করেছে, তাদেরকেই নির্বাচিত করব।’’ সন্তোষজয়ী কোচ আরও বলেন, ‘‘দল ভারতসেরা হয়ে সবার প্রত্যাশা পূরণ করেছে। এবার আমার কাজ শেষ। কিন্তু ফুটবলারদের পা মাটিতে রাখতে হবে। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ওরা প্রচুর সংবর্ধনা পাচ্ছে। সংবর্ধনার জোয়ারে ভেসে গেলে চলবে না। বরং আরও সামনের দিকে ওদের এগিয়ে যেতে হবে। এবার কিন্তু আমি আর ওদের পাশে থাকব না। তাই নিজেদেরই দায়িত্ব নিতে হবে।’’

আরও পড়ুন-দশজনে বাজিমাত ম্যান ইউয়ের বায়িন্দিরই আমাদের হিরো, উচ্ছ্বাস কোচের

ডায়মন্ড হারবারের প্রশংসা করে সঞ্জয় সেন আরও বলেন, ‘‘খুব অল্প দিনেই ডায়মন্ড হারবার এফসি বাংলার ফুটবলের নিজেদের জায়গা করে নিয়েছে। কলকাতা লিগে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে টক্কর নিচ্ছে। আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়ে আই লিগ টু-তে উঠেছে। লক্ষ্যে স্থির থাকলে, আগামী বছর আই লিগেও খেলবে। বাংলার আরেকটি ক্লাবকে আই লিগে দেখতে চাই।’’
ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ কিবুও বাংলার সাফল্যে আনন্দিত। তিনি বলেন, ‘‘এটা ভেবে খুব ভাল লাগছে যে, আমার দলের ছ’জন ফুটবলার এই সাফল্যের অন্যতম কারিগর। তবে ওরা যেন এখানেই থেমে না থাকে। আমরা আই লিগ টু খেলব। ফুটবলারদের লক্ষ্য হওয়া উচিত আই লিগে ক্লাবকে তোলা।’’ আইএফএ সচিব অনির্বাণ দত্তও নিজের ভাষণে বলেন, ‘‘মাত্র তিন বছরেই ডায়মন্ড হারবার দারুণভাবে উঠে এসেছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের মতোই ফুটবলারদের সুযোগ-সুবিধা দিচ্ছে। আশা করি, ওদের আই লিগে দেখতে পাব।’’

আরও পড়ুন-সীমান্তে চরম বিশৃঙ্খলা, গুলি কোচবিহারে

এদিনের পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডায়মন্ড হারবার সচিব মানস ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘‘বাংলার এই সাফল্যে আমাদেরও কিছুটা অবদান আছে, এটা ভেবেই ভাল লাগছে। আমাদের ক্লাবের ছ’জন ফুটবলার বাংলা দলে ছিল। আগে সন্তোষ ট্রফি দলে মোহনবাগান-ইস্টবেঙ্গলের ফুটবলারই বেশি থাকত। রাজ্য সরকারকেও ধন্যবাদ দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব ফুটবলারদের সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। ভারতসেরা হওয়ার জন্য ৫০ লক্ষ টাকা গোটা দলকে দিয়েছেন। এটা বড় স্বীকৃতি।’’ ডায়মন্ড হারবারের সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের মাত্র তিন বছরের ক্লাব। বাংলা দলে আমাদের ছ’জন ফুটবলার ছিল, এটা ভেবেই গর্বিত হচ্ছি। আশা করি, আগামী দিনেও এই সাফল্য বজায় থাকবে।’’

Latest article