প্রতিবেদন : কলকাতা লিগে শনিবার সুপার সিক্স অভিযান শুরু করছে ডায়মন্ড হারবার এফসি। নৈহাটি স্টেডিয়ামে কিবু ভিকুনার দলের প্রতিপক্ষ সুরুচি সংঘ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার নতুন মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে। কলকাতা লিগে অপরাজিত থেকে সুপার সিক্সে উঠেছে। পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আই লিগের তৃতীয় ডিভিশনের মূলপর্বেও জায়গা করে নিয়েছে। শনিবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ভাল শুরু করতে চাইছে ডায়মন্ড হারবার শিবির।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএলআরও অফিস পরিদর্শনে মহকুমা শাসক
সুরুচি এবারই প্রথম কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলছে। প্রথম মিশনেই সুপার সিক্সে উঠেছে। তবে জয়ের ছন্দে থাকায় ডায়মন্ড হারবার ফেভারিট হিসেবেই শুরু করবে এই ম্যাচে। আই লিগ থ্রি-র চূড়ান্ত পর্বের লড়াই ডায়মন্ড হারবারের কাছে বাড়তি অগ্রাধিকার পাচ্ছে। ২০ সেপ্টেম্বর থেকে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে। তার মধ্যেই কলকাতা লিগের সুপার সিক্স খেলতে হবে। তাই নিয়মিতদের বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে কোচ কিবু ভিকুনার।
টিম সূত্রে খবর, গোলের মধ্যে থাকলেও আই লিগের কথা মাথায় রেখে দুই সেরা স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা ও জবি জাস্টিনকে বিশ্রাম দেওয়া হতে পারে। প্রথম একাদশে নতুন কয়েকজনকে সুযোগ দিতে পারেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। রক্ষণে খেলতে পারেন অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড়। তেমনই তরুণ কয়েকজন ফুটবলারকে খেলানো হতে পারে। গ্রুপ পর্বে সর্বোচ্চ ৩২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে ডায়মন্ড হারবার। লিগের খেতাবি লড়াইয়ে কিবুর দলের লড়াই মূলত ইস্টবেঙ্গলের সঙ্গে। ইস্টবেঙ্গল সুপার সিক্সে প্রথম ম্যাচ জিতে ৩৭ পয়েন্টে পৌঁছে গিয়েছে। ডায়মন্ড হারবারের লক্ষ্য সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়ানোর।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে মিড-ডে মিলের তদারকিতে প্রশাসন
ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘পরপর ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলারদের বিশ্রাম প্রয়োজন। সুরুচি খুব ভাল দল। গ্রুপ লিগে ওরা অনেক গোল করেছে। ওরা সেরা ছ’টা দলের মধ্যে রয়েছে। তাই সুরুচিকে সমীহ করতেই হবে। আই লিগ আমাদের যেমন গুরুত্বপূর্ণ। একইসঙ্গে কলকাতা লিগও গুরুত্বপূর্ণ। লিগ চ্যাম্পিয়ন হতে গেলে সুপার সিক্সের সব ম্যাচই জিততে হবে। সেভাবেই আমরা ফোকাস করছি।’’ এদিকে, আই লিগ থ্রি-র মূলপর্বের খেলাগুলো হবে কল্যাণী ও নৈহাটি স্টেডিয়ামে। ডায়মন্ড হারবার রয়েছে ‘এ’ গ্রুপে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু মূলপর্ব।