ডায়মন্ড হারবারের চিন্তা নেরোকার গতি

লিগে শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য ডায়মন্ড হারবারের। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চানমারি এফসি।

Must read

প্রতিবেদন : আই লিগের দ্বিতীয় ডিভিশনে রবিবার মণিপুরের মাঠে নতুন লড়াই ডায়মন্ড হারবারের। সামনে নেরোকা এফসি। লিগে শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য ডায়মন্ড হারবারের। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চানমারি এফসি।
ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়ামে আগের ম্যাচেই মণিপুরের আর এক ক্লাব ট্রাউ এফসি-কে হারিয়ে এসেছে ডায়মন্ড হারবার। এবার নেরোকা কঠিন ঠাঁই নরহরি শ্রেষ্ঠাদের জন্য। ঘরের মাঠে দু’দলের লড়াই ১-১ গোলে অমীমাংসিত ছিল। নেরোকাকে তাদের মাঠে হারাতে হলে কিবু ভিকুনার ছেলেদের সেরাটা দিতে হবে। তবে মণিপুরের মাঠেই আগের ম্যাচে ট্রাউয়ের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাস সঙ্গে থাকছে ডায়মন্ড হারবারের।

আরও পড়ুন-অথ কুভেন্দু কথা

কিবুর দলকে ভাবাচ্ছে নেরোকার পাহাড়ি ফুটবলারদের গতি। মণিপুরের দলটির রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে ভারসাম্য রয়েছে। ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলছিলেন, ‍‘‍‘নেরোকা আই লিগের মূলপর্বে খেলা দল। ওদের ভাল স্ট্রাইকার রয়েছে। স্থানীয় ছেলেদের গতি রয়েছে। দ্রুতগতিতে আক্রমণে ওঠে। রক্ষণে দক্ষ সেন্টার ব্যাক ভরসা দেয়। মাঝমাঠে কয়েকজন ভাল ফুটবলার রয়েছে। বিপক্ষের শক্তির সঙ্গে দুর্বলতাও থাকে। সেভাবেই আমরা রণকৌশল তৈরি করব। তবে ম্যাচে তুল্যমূল্য লড়াই হবে বলেই মনে করি। সেরাটা দিয়েই আমাদের তিন পয়েন্ট পেতে হবে।’’ ট্রাউ ম্যাচের দল থেকে ডায়মন্ড হারবারের প্রথম এগারোয় দু’একটি পরিবর্তন করতে পারেন কোচ কিবু। লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন রবিলাল মান্ডি। মাঝমাঠে শুরু করতে পারেন সুপ্রদীপ হাজরা।
এদিকে শনিবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্বে ডায়মন্ড হারবার লড়াই করেও হেরে যায়। কিকস্টার্ট এফসি-র কাছে ০-৩ গোলে হার ডায়মন্ডের রিজার্ভ দলের।

Latest article