দ্বিতীয় হয়ে সুপার সিক্সে উঠল ডায়মন্ড হারবার, ড্র করে অবনমন পর্বে মহামেডান

গ্রুপ রানার্স হয়ে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার লিগে দুই গ্রুপের শেষ ম্যাচ ছিল।

Must read

প্রতিবেদন : গ্রুপ রানার্স হয়ে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ডায়মন্ড হারবার এফসি। শুক্রবার লিগে দুই গ্রুপের শেষ ম্যাচ ছিল। ‘বি’ গ্রুপে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে অবনমন রাউন্ডে খেলা এড়ানোর লক্ষ্যে নেমেছিল ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং। ম্যাচটি ১-১ ড্র হওয়ায় ইউনাইটেড কলকাতা লিগ পর্যায়ের ম্যাচ শেষ করল ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে। সাদার্ন সমিতি নিজেদের শেষ ম্যাচ না খেলায় ওয়াকওভার পেয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্টে পৌঁছে যাচ্ছে ডায়মন্ড হারবার। ফলে ‘বি’ গ্রুপে ইউনাইটেড কলকাতাকে টপকে গ্রুপ রানার্স হয়ে সুপার সিক্সে গেল ডায়মন্ড। ইউনাইটেড তৃতীয় হয়ে উঠল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইউনাইটেড স্পোর্টস।

আরও পড়ুন-হরমনপ্রীতদের চোখ আজ ফাইনালে, ১১ গোল দিয়ে শুরু মেয়েদের

শতাব্দীপ্রাচীন ক্লাব মহামেডানের লজ্জা বাড়ল। সাম্প্রতিককালে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করা মহামেডানকে এবার অবনমন পর্বে খেলতে হবে। অবনমন পর্ব এড়াতে এদিন ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে জিততেই হত মহামেডানকে। কিন্তু শুরুতে গোল হজম করে কোনও রকমে সাকার গোলে হার বাঁচিয়ে ম্যাচ ড্র করে মেহরাজউদ্দিন ওয়াডুর দল। খেলা ১-১ অমীমাংসিত থাকে। মাঠে বিক্ষোভ দেখান সমর্থকরা। অন্য ম্যাচে এরিয়ান জেতায় মহামেডান পয়েন্ট টেবলে ১০ থেকে ১১ নম্বরে নেমে যায়। এরিয়ান অবনমন বাঁচিয়ে ১০-এ উঠে আসে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে একাদশ স্থানে গ্রুপ পর্ব শেষ করে মহামেডান।
তবে পাঁচ দলের অবনমন পর্বে মাত্র একটি দলই নামবে। আর্মি রেড এবার লিগ থেকে শুরুতেই নাম তুলে নেওয়ায় তাদের অবনমন হচ্ছেই। এছাড়া আর একটি দল নামবে। তাছাড়া লিগ পর্বের পয়েন্ট ধরা হবে অবনমন রাউন্ডে। ফলে ১১ পয়েন্টে থাকা মহামেডানের অবনমনের সম্ভাবনা কার্যত নেই।

Latest article