ট্রাউকে হারিয়ে লিগ শীর্ষে ডায়মন্ড হারবার

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা হলেও চেনা ছন্দে ফিরেছিল ডায়মন্ড হারবার। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইবরলাং খারপান।

Must read

প্রতিবেদন : আই লিগের দ্বিতীয় ডিভিশনে অশ্বমেধের ঘোড়ার মতোই ছুটছে ডায়মন্ড হারবার এফসি (DHFC)। সোমবার মণিপুরের ক্লাব ট্রাউ এফসিকে পরিষ্কার ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখলেন কিবু ভিকুনার ফুটবলাররা। ১১ ম্যাচের পর ডায়মন্ড হারবারের পয়েন্ট আপাতত ২৭। আগামী মরশুমে আই লিগ খেলার পথে আরও একটা ধাপ এগিয়ে গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।
পরপর চারটি জয়ের পর, শেষ ম্যাচে স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে ড্র করেছিল ডায়মন্ড হারবার। এদিনের ম্যাচে অবশ্য সেই হতাশা সুদে-আসলে পুষিয়ে দিলেন কিবুর ছেলেরা। তবে প্রথমার্ধে খুব একটা ভাল খেলতে পারেনি ডায়মন্ড হারবার। যদিও ১৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। চমৎকার হেডে লক্ষ্যভেদ করেন স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা। পিছিয়ে পড়ে পাল্টা আক্রমণ শানায় ট্রাউ। একবার তো প্রায় গোলই করে ফেলেছিল তারা। কিন্তু একের বিরুদ্ধে এক, এই পরিস্থিতিতে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ডায়মন্ড হারবারের গোলকিপার সুস্নাত মালিক।

আরও পড়ুন-শিলংয়ে সুনীল বনাম হামজা, আগ্রাসনই অস্ত্র ভারতীয় দলের

দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা হলেও চেনা ছন্দে ফিরেছিল ডায়মন্ড হারবার। ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাইবরলাং খারপান। খেলার আগে ইম্ফলের খুমান লমপক স্টেডিয়ামের শক্ত মাঠ নিয়ে চিন্তায় ছিল ডায়মন্ড হারবার শিবির। এছাড়া আগের ম্যাচে লাল কার্ড দেখার জন্য এই ম্যাচটা খেলতে পারেননি ডিফেন্ডার রবিলাল মান্ডি। কার্ড সমস্যায় ছিলেন না মাঝমাঠের অন্যতম ভরসা সুপ্রদীপ হাজরা। এছাড়া চোট-আঘাত সমস্যা তো ছিলই। যদিও তিন পয়েন্ট ছিনিয়ে নিয়ে কোচের মুখে হাসি ফোটালেন ডায়মন্ড হারবারের ফুটবলাররা।
ম্যাচের পর ইম্ফল থেকে ফোনে ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রথমার্ধে আমরা নিজেদের চেনা ছন্দে খেলতে পারিনি। ম্যাচটা ১-১ হয়ে যেতে পারত। সুস্নাত দুর্দান্ত সেভ করেছে। তবে দ্বিতীয়ার্ধে অনেকটাই উন্নতি করেছে দল। যাই হোক, তিন পয়েন্ট সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটা জিতেছি, এটাই বড় কথা।’’

Latest article