প্রতিবেদন: অয়েল ইন্ডিয়া গোল্ড কাপে চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার এফসি। আই লিগের প্রস্তুতি হিসেবে অসমে সর্বভারতীয় টুর্নামেন্টে খেলে সেরার শিরোপা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের। বৃহস্পতিবার দুলিয়াজানে প্রতিযোগিতার ফাইনালে শিলং লাজংকে ২-০ গোলে হারিয়ে খেতাব জিতল ডায়মন্ড হারবার। দুই গোলদাতা ব্রাইট এনোবাখারে এবং জবি জাস্টিন। চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবারের কোচ, ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আই লিগের আগে এই খেতাব জয় কিবু ভিকুনার দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। লিগ কবে শুরু, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতেই পারেনি ফেডারেশন। তাই আরও একটি বা দু’টি প্রস্তুতি টুর্নামেন্ট খেলার পরিকল্পনা করেছে ডায়মন্ড হারবার।
আরও পড়ুন-পাঁচ বছর পর গৌড়বঙ্গে স্থায়ী উপাচার্য আশিস
দুলিয়াজানে এদিন টুর্নামেন্টের ফাইনালে লাজংকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেয়নি কিবুর দল। ডায়মন্ড হারবার প্রথমার্ধে ২০ মিনিটের মধ্যে দু’গোলে এগিয়ে যায়। বিরতির আগেই ব্যবধান ৩-০ করতে পারত তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল ডায়মন্ড হারবারের হাতে। ৮ মিনিটে ব্রাইটের গোলে এগিয়ে যায় কিবুর দল। ১৮ মিনিটে ব্যবধান বাড়ায় ডায়মন্ড। বাঁ-প্রান্ত থেকে রবিলাল মাণ্ডির নিখুঁত ক্রস থেকে বাঁ-পায়ের সাইড ভলিতে বল জালে জড়ান জবি। বিরতির আগে তৃতীয় গোলটি প্রায় তুলেই ফেলেছিল ডায়মন্ড হারবার। কিন্তু সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধে লাজং ম্যাচে ফেরার চেষ্টা করলেও সানডে, মেলরয়রা রক্ষণ অক্ষত রাখেন। কোচ কিবু ভিকুনা বললেন, অনেকদিন পর আমরা টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছিলাম। আই লিগের আগে নিজেদের পরখ করে নিতে পারলাম। চ্যাম্পিয়ন হওয়ায় ছেলেদের আত্মবিশ্বাস বাড়ল।
শিলং লাজং এফসি-কে হারিয়ে অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ জয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের জন্য গর্বের মুহূর্ত। এই পারফরম্যান্সে শৃঙ্খলা, দৃঢ়তা এবং উৎকর্ষতা প্রতিফলিত হয়েছে। অসাধারণ এই সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন। এই জয় আমাদের সম্মিলিত যাত্রায় আরও একটি মাইলফলক। দমদার হারবার।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…