প্রতিবেদন : প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারানোর পর কলকাতা প্রিমিয়ার লিগে পয়েন্ট নষ্ট করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। বৃহস্পতিবার বিধাননগর পুরসভা কমপ্লেক্সের মাঠে পিছিয়ে পড়েও বিএসএস স্পোর্টিংয়ের সঙ্গে ১-১ ড্র করল কিবু ভিকুনার দল।
প্রথম ম্যাচের মতো দাপুটে ফুটবল খেলতে পারেনি ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ বিএসএস প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে সময় নষ্টের খেলা চালিয়ে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচের পর যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। রেফারিং নিয়েও অসন্তুষ্ট কিবু।
আরও পড়ুন-প্রতারণার অভিযোগে বিজেপির পঞ্চায়েতে তালা দিলেন মহিলারা
প্রথমার্ধে ডায়মন্ড হারবারকে চেনা ছন্দে দেখা যায়নি। বিরতির ঠিক আগে সংযুক্ত সময়ে দুরন্ত গোল করে বিএসএসকে এগিয়ে দেন সুকুরাম সর্দার। গত মরশুমে তিনি ডায়মন্ড হারবারের হয়েই খেলেছিলেন। তাই গোল করে পুরনো দলের সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন সুকুরাম। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁজ বাড়ায় ডায়মন্ড হারবার। কিবুর পাঁচটি পরিবর্তন কাজে লাগে। গিরিক, শিন সেবাস্তিয়ান, আরিয়ান, নরহরি শ্রেষ্ঠা নামার পর সচল দেখায় ডায়মন্ড হারবারকে। তবে একের পর এক আক্রমণ বিপক্ষ বক্সে তুলে এনেও সুযোগ কাজে লাগাতে পারেননি কিবুর ছেলেরা। ৮৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় ডায়মন্ড হারবার। সেই জবির গোলেই ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয় তারা। ১-১ হওয়ার পরেও বিএসএস রক্ষণ ভেঙে জয়সূচক গোলটি তুলে নিতে পারেনি ডায়মন্ড হারবার। ফলে ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হয়।
খেলা শেষে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ডায়মন্ড হারবার কোচ। কিবু জানিয়েছেন, দুটো পেনাল্টি পেতে পারত তাঁর দল। বিএসএস একটা গোল করেই সময় নষ্টের খেলায় মেতেছিল। রেফারি কোনও গুরুত্ব দেননি। সময় নষ্টের কারণে বিপক্ষ ফুটবলারদের কার্ড দেখাননি। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় ডায়মন্ড হারবার কোচ।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…