প্রতিবেদন : সিকিম গভর্নর্স গোল্ড কাপে জয় দিয়ে অভিযান শুরু করল ডায়মন্ড হারবার এফসি। গ্যাংটকের পালজোড় স্টেডিয়ামে প্রি-কোয়ার্টার ফাইনালে সিকিম পুলিশের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলে দুরন্ত জয় ডায়মন্ড হারবারের। নির্ধারিত সময়ে খেলা ১-১ থাকার পর অতিরিক্ত সময়ে গাংতে ও আকাশ হেমব্রমের গোলে জিতে কোয়ার্টার ফাইনালে কলকাতা জায়ান্টরা। শেষ আটে ডায়মন্ড হারবারের সামনে ইন্টার কাশী।
আরও পড়ুন-গুয়াহাটিতেও ঘূর্ণি উইকেট, থাকবে বাউন্স
সিকিমে মূলত জুনিয়রদের নিয়ে গড়া দলই খেলছে ডায়মন্ড হারবারের। আই লিগের জন্য তরুণদের দেখে নেওয়াই মূল উদ্দেশ্য কোচ কিবু ভিকুনার। স্প্যানিশ কোচ অবশ্য সিনিয়রদের নিয়ে ওড়িশায় একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন। সিকিমে গভর্নর্স গোল্ড কাপে হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন অভিষেক দাস।
বিক্রমজিৎ সিং, নরহরি শ্রেষ্ঠার মতো দু’জন সিনিয়র খেললেও মূলত জুনিয়রদের নিয়েই এদিন বাজিমাত করে ডায়মন্ড হারবার। সিকিম পুলিশ প্রথমে গোল করে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে ডায়মন্ড হারবার। ৬৯ মিনিটে অমরনাথ বাস্কের গোলে সমতা ফেরায় তারা। নির্ধারিত সময়ে খেলা ১-১ অমীমাংসিত থাকার পর ম্যাচ অতিরিক্ত সময়ে যায়। সেখানে মাত্র সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জয় নিশ্চিত করে ডায়মন্ড হারবার। ১১৩ মিনিটে গাংতের গোলে এগিয়ে যায় তারা। ১১৯ মিনিটে আকাশের গোলে রুদ্ধশ্বাস জয় জায়মন্ডের।

