সিকিমে হার, ছিটকে গেল ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘সবসময় একটা দল জিততে পারে না। তবে আমাদের জন্য ইতিবাচক দিকও ছিল।

Must read

প্রতিবেদন : সিকিম গভর্নর্স গোল্ড কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়িন এফসি-র রিজার্ভ দলের বিরুদ্ধে হার ডায়মন্ড হারবারের। নক আউট পরিস্থিতি ছিল জবি জাস্টিনদের কাছে। গ্যাংটকের পালজোর স্টিডিয়ামে চেন্নাইয়িনের কাছে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ডায়মন্ড হারবার। অনেক দিন ম্যাচ না খেলার কারণেই ছন্দপতন।

আরও পড়ুন-সন্তোষে আজ অভিযান শুরু, অচেনা ঝাড়খণ্ডকে নিয়ে সতর্ক বাংলা

পালজোরের কৃত্রিম ঘাসের মাঠ কিছুটা হলেও সমস্যায় ফেলল ডায়মন্ড হারবারের ফুটবলারদের। ঘাসের মাঠের থেকে অনেকটাই আলাদা হয় কৃত্রিম ঘাসের টার্ফ। পালজোরের মাঠের বাউন্স সমস্যায় ফেলেছে ফুটবলারদের। টার্ফের জন্যই এদিন ম্যাচে চোট পেলেন ডায়মন্ড হারবারের আইমার। এই মাঠে চেন্নাইয়িন আগে একটা ম্যাচ খেলে থাকার সুবিধা পেয়েছে। তাছাড়া সন্তোষ ট্রফির কারণে প্রায় জনা দশেকের উপর ফুটবলারকে পায়নি কিবুর দল।
আপফ্রন্টে জবি, রাহুল পাসোয়ান ও গিরিক খোসলাকে রেখে শুরু করেছিলেন কিবু। কিন্তু প্রথমার্ধে আধিপত্য নিয়ে খেলেছে চেন্নাইয়িন। সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি ডায়মন্ড হারবার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে কিবুর দল। পিছিয়ে পড়েও নিজেদের গুছিয়ে নিয়ে ভাল খেলেছে ডায়মন্ড হারবার। তবে অনেক সুযোগ তৈরি করেও গোলশোধ হয়নি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন রবিনসন, লালসিয়েমরা। কিন্তু গোল আসেনি। জবি, রবিনসন, গিরিকরা সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি।

আরও পড়ুন-দীর্ঘ টালবাহানার অবসান, পাহাড়-সমতলে ফের চলবে টয়ট্রেন

ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘সবসময় একটা দল জিততে পারে না। তবে আমাদের জন্য ইতিবাচক দিকও ছিল। কয়েকজন নতুন ফুটবলারকে আমরা দেখে নিতে পেরেছি। এটা অবশ্যই আমাদের প্রাপ্তি। কৃত্রিম ঘাসের মাঠে একটু সমস্যা তো হয়েছেই। বাউন্স সমস্যায় ফেলেছে ফুটবলারদের। তবে কিছু পজিটিভ নিয়েই আমরা কলকাতায় ফিরছি।’’

Latest article