প্রতিবেদন : চার বছর আগে রবি ফাওলারের কোচিংয়ে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে খেলে যাওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড ব্রাইট এনোবাখারেকে (Bright Enobakhare) সই করিয়ে চমক দিল ডায়মন্ড হারবার এফসি (DHFC)। আই লিগের জন্য প্রথম বিদেশি রিক্রুট করল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তাও আবার আইএসএলে অভিষেক মরশুমে নজরকাড়া ২৭ বছরের ব্রাইটকে দলে নিয়ে। প্রথম বছরেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে উঠতে মরিয়া ডায়মন্ড হারবার শক্তিশালী দল গড়ার ক্ষেত্রে কোনও খামতি রাখছে না।
লাল-হলুদ জার্সি গায়ে ব্রাইট ১২ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি গতি, ড্রিবলিংয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। তিলক ময়দানে এফসি গোয়ার বিরুদ্ধে মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের গোলকিপার-সহ চার খেলোয়াড়কে মাটি ধরিয়ে ব্রাইটের বিস্ময়-গোল এখনও ভারতীয় ফুটবলপ্রেমীদের স্মৃতিতে টাটকা। অল্প দিনেই ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। এবার ডায়মন্ড হারবারকে আই লিগ থেকে আইএসএলে তোলার চ্যালেঞ্জ ব্রাইটের কাঁধে।
আরও পড়ুন-হাসপাতালে এমবাপে, ড্র রিয়ালের
উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে উঠে আসা ব্রাইট গত দুই মরশুম খেলেছেন কাতারের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আই বিদ্দা ক্লাবে। সেখানে ১৮ ম্যাচে ৭ গোল করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও সফল ব্রাইট। বিদেশি বাছাইয়ে কোচ কিবুর পছন্দই চূড়ান্ত। চোরা গতি, স্কিল, গোল করার দক্ষতার জন্যই ব্রাইটকে দলে নিতে উৎসাহিত হন কিবু। জবি জাস্টিন, গিরিক খোসলা, নরহরি শ্রেষ্ঠাদের পাশে ব্রাইটের (Bright Enobakhare) অন্তর্ভূক্তি আই লিগে ডায়মন্ড হারবারের আক্রমণভাগকে ধারালো করবে সন্দেহ নেই।
আই লিগের জন্য শক্তিশালী দল গড়ছে ডায়মন্ড হারবার। গতবারের আই লিগ টু চ্যাম্পিয়ন দলের কোর গ্রুপকে ধরে রাখার পাশাপাশি নতুন কয়েকজন ভারতীয় ফুটবলার এবং বিদেশি সই করাচ্ছে ক্লাব। আইএসএলের ক্লাব পাঞ্জাব এফসি থেকে স্টপার মেলরয় আসিসি’কে ইতিমধ্যেই সই করিয়েছে তারা। হায়দরাবাদ এফসি থেকেও ফুটবলার নিচ্ছে কিবুর দল। নর্থইস্ট ইউনাইটেড থেকে গোলকিপার মিরশাদ মিচুকেও নিয়েছে ডায়মন্ড হারবার। চানমারি এফসি-র মিডফিল্ডার পল রামফানজোভাকে সই করানো হয়েছে। কলকাতা লিগের পাশাপাশি সিনিয়র দল নিয়ে সবার আগে আই লিগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে কিবুর দল।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…