কালীঘাটকে সমীহ ডায়মন্ড হারবারের

ডার্বি বাতিলের আবহেই রবিবার কলকাতা লিগে নতুন লড়াইয়ে নামছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি।

Must read

প্রতিবেদন : ডার্বি বাতিলের আবহেই রবিবার কলকাতা লিগে নতুন লড়াইয়ে নামছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। সামনে কালীঘাট মিলন সংঘ। গ্রুপ ‘এ’-তে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ওঠার পথে ডায়মন্ড হারবার। লিগে এখনও অপরাজিত কিবু ভিকুনার দল। গ্রুপ পর্বে বাকি চার ম্যাচের মধ্যে আর দু’টি জিতলেই চ্যাম্পিয়নশিপ রাউন্ড নিশ্চিত করে ফেলবে কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন দল। এমন একটা পরিস্থিতিতে প্রতিপক্ষ কালীঘাট এমএস-কে নিয়ে সতর্ক ডায়মন্ড হারবার শিবির। লিগে মাত্র একটা জয়ে ১০ নম্বরে থাকলেও কালীঘাটকে হালকাভাবে নিচ্ছেন না কোচ কিবু।
শেষ ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ডায়মন্ড হারবার। দলের সেরা স্ট্রাইকার জবি জাস্টিন কার্ড সমস্যার কারণে আগের ম্যাচে খেলেননি। তাতেও আইমার, রাহুল পাসোয়ানরা কেরলের স্ট্রাইকারের অভাব বুঝতে দেননি। কালীঘাট এমএস-এর বিরুদ্ধে ফিরছেন জবি। ফলে আক্রমণভাগ শক্তিশালী করেই জয়ের ছন্দ ধরে রাখতে চায় ডায়মন্ড হারবার। অস্বস্তি একটাই, আগের ম্যাচে চোট পেয়েছেন মহম্মদ রফিক। অভিজ্ঞ অ্যাটাকিং মিডিওকে রবিবারের ম্যাচে পাবেন না কোচ কিবু। তাঁর পরিবর্তে শুরু করতে পারেন মোহিত মিতেই।

আরও পড়ুন-ধর্ষিতার মৃত্যু যোগীরাজ্যে, সাড়ে ৭ মাস পরও অধরা অভিযুক্ত

লিগ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে কলকাতা লিগে প্রতি ম্যাচেই উন্নতির চেষ্টা করছে ডায়মন্ড হারবার। প্রত্যেকটি ম্যাচের আগে ভিডিও বিশ্লেষণ করে ফুটবলারদের ভুলভ্রান্তি শুধরে দিচ্ছেন কোচ কিবু। অনুশীলনে রক্ষণ সংগঠনের পাশাপাশি আক্রমণে বৈচিত্র আনার দিকেও নজর স্প্যানিশ কোচের। কালীঘাট লিগ টেবলে নিচের দিকে থাকলেও কিবু তাঁর ফুটবলারদের বুঝিয়ে দিচ্ছেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। ছন্দ ধরে রাখতে হলে সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে। ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বললেন, ‘‘কালীঘাট এমএস লিগ টেবলে ১০ নম্বরে থাকার টিম নয়। আমাদের সতর্ক থাকতে হবে।’’

Latest article