খেলা

ক্রীড়ামন্ত্রীকে ট্রফি দেবে ডায়মন্ড হারবারআবেগে বরণ চ্যাম্পিয়নদের

প্রতিবেদন: ঘরে ফিরে বীরের অভ্যর্থনা পেলেন আই লিগ টু চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবারের কোচ, ফুটবলাররা। আইজল থেকে ফুটবলারদের নিয়ে বিমান রবিবার বিকেল চারটের সময় কলকাতা বিমানবন্দরে অবতরণের অনেক আগে থেকেই ডায়মন্ড হারবারের সমর্থকরা অপেক্ষায় ছিলেন। বাটানগর, মহেশতলা থেকে প্রচুর সমর্থক পৌঁছে গিয়েছিলেন চ্যাম্পিয়ন ফুটবলারদের বরণ করে নিতে। তাঁদের প্রত্যেকের পরনে ছিল ডায়মন্ড হারবার ক্লাবের জার্সি এবং হাতে ক্লাবের পতাকা। চ্যাম্পিয়ন দলের সদস্যদের বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এফসি-র সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, সহসভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়-সহ ক্লাবের অন্যান্য আধিকারিকরা। বিমানবন্দর থেকে একে একে কোচ, ফুটবলাররা বেরিয়ে আসতেই সমর্থকদের মধ্যে আবেগের বিস্ফোরণ। জয়ধ্বনি দিতে থাকেন কোচ, ফুটবলারদের নামে।

আরও পড়ুন-উদ্বোধনের আগেই ঘাটে ভেসে এল জগন্নাথমূর্তি

জবি জাস্টিন, রবিলাল মান্ডি, বিক্রমজিৎ সিংদের সঙ্গে কোচ কিবু ভিকুনাকেও আলাদা করে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান ক্লাব কর্তা, সমর্থকরা। মানস ভট্টাচার্য ও আকাশ বন্দ্যোপাধ্যায় আলাদা করে কোচ, ফুটবলারদের অভিবাদন জানান। বিরল কীর্তির জন্য ডায়মন্ড হারবারকে অভিনন্দন জানাতে এসেছিলেন আইএফএ-র অন্যতম সহসভাপতি সৌরভ পাল। তিনিও ডায়মন্ড হারবারের কর্তা, কোচ, ফুটবলারদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
আপ্লুত ফুটবলার পিন্টু মাহাতো বলেন, ‘‘ডায়মন্ড হারবারের মতো পেশাদার ক্লাবে এসে আমি নিজেকে ফিরে পেয়েছি। আমাদের দলের একতাই শক্তি। পরের বছর আই লিগও আমরা চ্যাম্পিয়ন হব।’’ গিরিক খোসলা বলছিলেন, ‘‘ডায়মন্ড হারবারের ভারতীয় ফুটবলারদের যা শক্তি তা বিদেশিদের থেকে কোনও অংশে কম নয়।’’ চানমারি এফসি-র বিরুদ্ধে দুর্দান্ত গোলকিপিং করা সুস্নাত মালিকের কথায়, ‘‘এই ক্লাব ফুটবলারদের সব কিছু দিয়েছে। উন্নত পরিকাঠামো, সুযোগ সুবিধার জন্যই মনপ্রাণ দিয়ে খেলছে সকলে।’’ কোচ কিবু বলছেন, ‘‘এই সাফল্য টিমের সঙ্গে যুক্ত সবার। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’’
সচিব মানস ভট্টাচার্য বলেন, ‘‘আমরা ভাবিইনি কিবু ভিকুনাকে কোচ হিসেবে পাব। কিন্তু উনি আমাদের নতুন ক্লাবকে কোচিং করিয়ে এমন একটা জায়গায় এনে দিয়েছেন, তার জন্য আমি কোচকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি। খেলোয়াড়দেরও ধন্যবাদ জানিয়েছি। একই বছরে আই লিগের দুই ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়াটা গৌরবের ব্যাপার। ধন্যবাদ আমাদের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পূর্ণ সমর্থন আমরা ওঁর কাছ থেকে পেয়েছি।’’

আরও পড়ুন-সুপ্রিম কোর্টে স্বীকারোক্তি পাক সরকারের, আবেদনের সুযোগ দেওয়া হয়নি কুলভূষণকে

আই লিগ টু এখনও শেষ হয়নি। শনিবার ঘরের মাঠে শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডকে হারিয়ে অপরাজিত থেকেই চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে তুলতে চায় ডায়মন্ড হারবার। শেষ ম্যাচের দিন নানা পরিকল্পনা রয়েছে ক্লাবের। সচিব মানস ভট্টাচার্য বললেন, ‘‘শনিবার শেষ ম্যাচের দিন মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এটা বাংলার সাফল্য। তাই আমরা চ্যাম্পিয়নের ট্রফি ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দিতে চাই। আইএফএ কর্তাদেরও আমরা আমন্ত্রণ জানাব। মাঠে উৎসবও হবে।’’ পরের দিন রবিবার ২৭ এপ্রিল ডায়মন্ড হারবার জুড়ে হুড খোলা বাসে রোড শো শেষে সংবর্ধনাও দেওয়া হবে কোচ, ফুটবলারদের।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago