প্রতিবেদন : মহামেডান কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় বাকি ম্যাচগুলো এখন নিয়মরক্ষার। কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র লক্ষ্য রানার্স হয়ে লিগ শেষ করা। সেই লক্ষ্যে শনিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে খেলতে নামছে ডায়মন্ড হারবার। সুপার সিক্সে এটি কিবু ভিকুনার দলের তৃতীয় ম্যাচ।
আরও পড়ুন-সন্তানদের সঙ্গে শারীরিক সম্পর্ক মায়ের, অর্ধনগ্ন উদ্ধার দেহ
আগের ম্যাচে মহামেডানের কাছে হারের পর লিগ জয়ের আর কোনও আশা ছিল না ডায়মন্ড হারবারের। তাই সুপার সিক্সের বাকি তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন মহামেডানের পরেই শেষ করতে চায় কিবুর দল। তার জন্য অবশ্য ইস্টবেঙ্গলকে হারাতে হবে তাদের। কারণ, লাল-হলুদও রয়েছে রানার্স হওয়ার দৌড়ে। গ্রুপ পর্ব মিলিয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট ইস্টবেঙ্গলের। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট ডায়মন্ড হারবারের। তাই লিগের রানার্স ট্রফি নেওয়ার জন্য ইস্টবেঙ্গলকে পিছনে ফেলতে হবে রাহুল পাসোয়ান, তুহিন শিকদারদের।
আরও পড়ুন-ওরা ভয় পেয়েছে
ভবানীপুরের বিরুদ্ধে নামার আগে চোট ও অসুস্থতা রয়েছে ডায়মন্ড হারবার শিবিরে। চোটের কারণে ডিফেন্ডার অয়ন মণ্ডল সম্ভবত খেলতে পারবেন না শনিবারের ম্যাচ। জ্বরে কাবু দুই ফুটবলার সুপ্রিয় পণ্ডিত ও সুকুরাম সর্দার। তবে হাতে বিকল্প রয়েছে কিবুর দলে। ম্যাচের আগের দিন ডায়মন্ড হারবার কোচ বললেন, ‘‘সুপার সিক্সে সেরা দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছি। তাই তাদের বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলে লিগে যতটা সম্ভব ভাল জায়গায় শেষ করাই লক্ষ্য আমাদের। ভবানীপুর খুব ভাল দল। অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে দলে। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা তৈরি। তিন পয়েন্ট পেতেই হবে।’’