প্রতিবেদন : আই লিগ টু-এ চ্যাম্পিয়ন হয়ে আগামী মরশুমে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। রবিবার ২৭ এপ্রিল ডায়মন্ড হারবার জুড়ে রোড শো-এর মাধ্যমে বিজয়োৎসবের আয়োজন করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার জেরে আপাতত সেই উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের চিফ পেট্রন অভিষেক। শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে উৎসব না করার কথা ঘোষণা করেছে।
ডায়মন্ড হারবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়, ‘‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ঐতিহাসিক বিজয়োৎসব উদযাপনের জন্য তৈরি ছিল। আই লিগ টু চ্যাম্পিয়ন হয়েছে ক্লাব। সেই সঙ্গে আই লিগের চূড়ান্ত পর্বে খেলারও যোগ্যতা অর্জন করেছে। সেই কারণে ২৭ এপ্রিল রবিবার আমাদের ক্লাবের পক্ষ থেকে বিজয়োৎসব করার কথা ছিল। কিন্তু পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আমাদের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয়োৎসবের অনুষ্ঠান আপাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’’
আরও পড়ুন-৮ গোল দিয়ে শুরু ইস্টবেঙ্গলের, কন্যাশ্রী কাপের সূচনায় মাস্টারপ্ল্যান ক্রীড়ামন্ত্রীর
আজ শনিবার নৈহাটি স্টেডিয়ামে আই লিগ টু-এ বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে কিবু ভিকুনার দল। জিতে অপরাজিত থেকেই চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলতে চায় ডায়মন্ড হারবার। পহেলগাঁওয়ে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করবেন দু’দলের ফুটবলাররা। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠারা। ডায়মন্ড হারবারের তরফে শনিবার মাঠে থাকার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, চ্যাম্পিয়নের ট্রফি ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। ডায়মন্ড হারবারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে আইএফএ কর্তাদেরও। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘শেষ ম্যাচেও আমাদের দল প্রচণ্ড সিরিয়াস। কারণ, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই লিগ শেষ করতে চাইছি আমরা। দলে কোনও কার্ড সমস্যা বা চোট-আঘাত নেই। ফলে শেষ ম্যাচটির আগে ডায়মন্ড হারবার পুরোপুরি তৈরি। পহেলগাঁওয়ে জঙ্গি সন্ত্রাসের কারণে আমাদের অনুষ্ঠান কিছু কাটছাঁট হয়েছে। তবে ক্রীড়ামন্ত্রী থাকবেন। উনি পুরস্কৃত করবেন ফুটবলারদের। আমরা আইএফএ-র সমস্ত পদাধিকারীদেরও অনুরোধ করেছি আসার জন্য। আশা করি, খুব ভাল পরিবেশে আমরা শেষ ম্যাচ জিতেই ট্রফি হাতে তুলতে পারব।’’
ডায়মন্ড হারবার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কাশ্মীরের ঘটনার কারণে আমরা জমকালো অনুষ্ঠান এখন করতে পারছি না। রবিবারের রোড শো-টা আমাদের চিফ পেট্রন স্থগিত রেখেছেন। তবে শেষ ম্যাচের পর ফুটবলাররা ট্রফি নিয়ে স্বাভাবিক সেলিব্রেশন করবে।’’ আই লিগে ওঠার জন্য পরে বড় করে ফুটবলারদের সংবর্ধনা দেবে ক্লাব।