খেলা

আজ শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েই ট্রফি চাই ডায়মন্ড হারবারের, পহেলগাঁওকাণ্ডে বিজয়োৎসব স্থগিত অভিষেকের

প্রতিবেদন : আই লিগ টু-এ চ্যাম্পিয়ন হয়ে আগামী মরশুমে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। রবিবার ২৭ এপ্রিল ডায়মন্ড হারবার জুড়ে রোড শো-এর মাধ্যমে বিজয়োৎসবের আয়োজন করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার জেরে আপাতত সেই উৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবের চিফ পেট্রন অভিষেক। শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে উৎসব না করার কথা ঘোষণা করেছে।
ডায়মন্ড হারবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পেজে জানানো হয়, ‘‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ঐতিহাসিক বিজয়োৎসব উদযাপনের জন্য তৈরি ছিল। আই লিগ টু চ্যাম্পিয়ন হয়েছে ক্লাব। সেই সঙ্গে আই লিগের চূড়ান্ত পর্বে খেলারও যোগ্যতা অর্জন করেছে। সেই কারণে ২৭ এপ্রিল রবিবার আমাদের ক্লাবের পক্ষ থেকে বিজয়োৎসব করার কথা ছিল। কিন্তু পহেলগাঁওয়ে নারকীয় সন্ত্রাসে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আমাদের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজয়োৎসবের অনুষ্ঠান আপাত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’’

আরও পড়ুন-৮ গোল দিয়ে শুরু ইস্টবেঙ্গলের, কন্যাশ্রী কাপের সূচনায় মাস্টারপ্ল্যান ক্রীড়ামন্ত্রীর

আজ শনিবার নৈহাটি স্টেডিয়ামে আই লিগ টু-এ বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে কিবু ভিকুনার দল। জিতে অপরাজিত থেকেই চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলতে চায় ডায়মন্ড হারবার। পহেলগাঁওয়ে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করবেন দু’দলের ফুটবলাররা। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন জবি জাস্টিন, নরহরি শ্রেষ্ঠারা। ডায়মন্ড হারবারের তরফে শনিবার মাঠে থাকার জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, চ্যাম্পিয়নের ট্রফি ক্রীড়ামন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। ডায়মন্ড হারবারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে আইএফএ কর্তাদেরও। ক্লাব সচিব প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলেন, ‘‘শেষ ম্যাচেও আমাদের দল প্রচণ্ড সিরিয়াস। কারণ, অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই লিগ শেষ করতে চাইছি আমরা। দলে কোনও কার্ড সমস্যা বা চোট-আঘাত নেই। ফলে শেষ ম্যাচটির আগে ডায়মন্ড হারবার পুরোপুরি তৈরি। পহেলগাঁওয়ে জঙ্গি সন্ত্রাসের কারণে আমাদের অনুষ্ঠান কিছু কাটছাঁট হয়েছে। তবে ক্রীড়ামন্ত্রী থাকবেন। উনি পুরস্কৃত করবেন ফুটবলারদের। আমরা আইএফএ-র সমস্ত পদাধিকারীদেরও অনুরোধ করেছি আসার জন্য। আশা করি, খুব ভাল পরিবেশে আমরা শেষ ম্যাচ জিতেই ট্রফি হাতে তুলতে পারব।’’
ডায়মন্ড হারবার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কাশ্মীরের ঘটনার কারণে আমরা জমকালো অনুষ্ঠান এখন করতে পারছি না। রবিবারের রোড শো-টা আমাদের চিফ পেট্রন স্থগিত রেখেছেন। তবে শেষ ম্যাচের পর ফুটবলাররা ট্রফি নিয়ে স্বাভাবিক সেলিব্রেশন করবে।’’ আই লিগে ওঠার জন্য পরে বড় করে ফুটবলারদের সংবর্ধনা দেবে ক্লাব।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

15 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

24 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

48 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago