আজ ড্র করলেই চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

দু ম্যাচ হাতে রেখেই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি।

Must read

প্রতিবেদন : দু ম্যাচ হাতে রেখেই আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। অপরাজিত থেকে আই লিগ টু-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ডায়মন্ড হারবারের সামনে। এরপরই টিমের সেলিব্রেশন নিয়ে নানা পরিকল্পনা চূড়ান্ত করতে চায় অভিষেকের ক্লাব। শনিবার আইজলের মাঠে মিজোরামের ক্লাব চানমারি এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে কিবু ভিকুনার দল। যারা লিগের অন্যতম সেরা দল। শীর্ষে থাকা ডায়মন্ড হারবারের পরেই লিগে দ্বিতীয় স্থানে রয়েছে চানমারি। তাদের পয়েন্ট ১৪ ম্যাচে ৩০। সমসংখ্যক ম্যাচে ডায়মন্ড হারবারের পয়েন্ট ৩৪। শনিবার ম্যাচ ড্র হলেই ৩৫ পয়েন্টে পৌঁছবে কলকাতার দলটি। তাই শেষ ম্যচ চানমারি জিতলেও ডায়মন্ড হারবারকে পয়েন্টে ধরতে পারবে না।

আরও পড়ুন-১২ দফতরের সচিবকে নিয়ে আজ উন্নয়ন-বৈঠকে মুখ্যসচিব

বৃহস্পতিবার আইজল পৌঁছে শুক্রবার সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে ডায়মন্ড হারবার। পাহাড়ে কৃত্রিম ঘাসের মাঠে খেলতে হবে নরহরি শ্রেষ্ঠা, জবি জাস্টিনদের। তার উপর চানমারির মতো শক্ত প্রতিপক্ষ। ফলে ডায়মন্ড হারবারের কাজটা সহজ হবে না। স্বীকার করছেন কোচ কিবু ভিকুনার সহকারী দেবরাজ চট্টোপাধ্যায়। আইজল থেকে ফোনে তিনি বলেন, ‘‘কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা নিজেদের সেরাটা দেব। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। ভাল কিছুরই আশা করছি। তবে ড্রয়ের জন্য নয়, জিতে শীর্ষে থেকেই আই লিগে খেলতে চাই আমরা। তাছাড়া আরও একটা ম্যাচ বাকি থাকবে আমাদের। তাই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। ভাল কিছুরই আশা করছি।’’
চানমারির ডিফেন্স ও হোম অ্যাডভান্টেজ কিছুটা হলেও ভাবাচ্ছে ডায়মন্ড হারবারকে। দেবরাজ বলেন, ‘‘ওরা লিগে কম গোল খেয়েছে। তাই ডিফেন্স শক্তিশালী বলতেই হবে। আক্রমণভাগ ও মাঝমাঠেও ভাল খেলোয়াড় রয়েছে। পুরো টিমটাই ভাল। সবচেয়ে বড় ব্যাপার, চানমারি নিজেদের মাঠে খেলবে এবং অ্যাস্ট্রোটার্ফে খেলা। তাই অ্যাডভান্টেজ অবশ্যই চানমারি। তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। কঠিন ম্যাচ হলেও আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব।’’
দলে নতুন কোনও চোট আঘাত নেই। বরং এই ম্যাচের আগে ডায়মন্ড হারবারের স্বস্তি দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের প্রত্যাবর্তন। কার্ড সমস্যার কারণে আগের ম্যাচে স্যাট তিরুর বিরুদ্ধে খেলতে পারেননি রবিলাল মান্ডি ও বি সুনীল। এই ম্যাচে ফিরছেন তাঁরা। ফলে কোচ কিবুর হাতে বিকল্প বাড়ছে। অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকে ঘর সামলে প্রতিআক্রমণ নির্ভির ফুটবলেই বাজিমাত করার লক্ষ্য থাকবে কিবুর। প্ল্যান বি তৈরি ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচের।

Latest article