লোকসভা ভোটের সপ্তম দফার আগে আজ শেষ প্রচার। বৃহস্পতিবার সকালে ফলতার জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত বর্ণাঢ্য রোড শো শেষে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফলতায় জয়ের ব্যবধান বেধে দিলেন ডায়মন্ড হারবারে প্রার্থী। অভিষেক বলেন, যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার মডেল দেশের মধ্যে এক নম্বর হতে পারে তাহলে কেন জয়ের ব্যবধানে সেই রেকর্ড অব্যাহত থাকবে না? এরপর তিনি বলেন, ফলতা থেকে এই মার্জিন ১ লক্ষ করতে হবে। অভিষেকের এই কথা বলার পরই উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়েন উপস্থিত জনতা। করতালি আর জয়োল্লাসে সকলেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যকে সমর্থন করেন।
আরও পড়ুন: আজব কীর্তি: মিসাইল না দক্ষিণ কোরিয়ায় মলমূত্রে ঠাসা বেলুন-হামলা কিমের!
এদিন জনসুনামি পেরিয়ে রোড শো শেষে অভিষেক বলেন, বিজেপি সরকারের মেয়াদ আগামী ৪ জুন শেষ হতে চলেছে। তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের উন্নয়নের জন্য টাকা দিচ্ছে আর বিজেপি সরকার সেই টাকা কেড়ে নিচ্ছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং মিড ডে মিলের টাকা আটকে রাখা কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মানসিকতাকে তুলোধোনা করেন অভিষেক। ফলতা বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় গত ১০ বছরের তৃণমূল সরকার কী কাজ করেছে তার পরিসংখ্যানও দেন তিনি। অভিষেক বলেন, ফতেপুর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা তৈরি থেকে শুরু করে হালকা মথুরাপুর জলের কাজে উন্নয়ন। সবটাই হয়েছে এই সরকারের আমলে। পথশ্রী প্রকল্পে প্রায় ৩৫০ কোটি টাকার কাজ হয়েছে এখানে। মহামারীর সময় ডায়মন্ড হারবার মডেল ২১ টা কমিউনিটি কিচেন তৈরি করে ১৪ লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। এমনকি রেমাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদেরও সরকারি বিধি নিয়ম মেনে মেনে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত সাহায্য করা হবে বলেও এদিন জানিয়ে দেন তিনি।
বিজেপিকে টার্গেট করার পাশাপাশি এদিন সিপিএম কংগ্রেসকেও এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ” যেসব দলের নেতা-নেত্রীরা দিনরাত আমার বাপ বাপান্ত করছেন তাঁরা কেন ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালেন না?” আসলে বাংলা তথা দেশের মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ। তাই বাংলা বিরোধী দুর্বৃত্তদের বিসর্জন দিতে ডায়মন্ড হারবার সকলকে পথ দেখাবে। ৪ লক্ষ ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য ‘আবদার’ করেন অভিষেক। ফলতা বিধানসভার জন্য টার্গেট দেন ১ লক্ষের ব্যবধান। এরপরই উচ্ছ্বসিত জনসমর্থন বুঝিয়ে দেয় রেকর্ড ভোটে জিতে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে নজির গড়তে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…