প্রতিবেদন : অয়েল ইন্ডিয়া গোল্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি। মঙ্গলবার অসমের ধুলিজানের নেহরু ময়দানে সেমিফাইনালে কিবু ভিকুনার দল ৪-১ গোলে উড়িয়ে দিল স্থানীয় ক্লাব ইউনাইটেড চিরাংদুয়ার এফসি-কে। ডায়মন্ড হারবারের হয়ে জোড়া গোল করেন জবি জাস্টিন। বাকি দু’টি গোল স্যামুয়েল ও লালিয়ানসাঙ্গার। বৃহস্পতিবার ফাইনালে ডায়মন্ডের সামনে শিলং লাজং এফসি।
আরও পড়ুন-জগদ্ধাত্রী-উদ্বোধনে বিধায়ক, এসপি
ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে বড় জয় তুলে নেয় কিবুর দল। ১৭ মিনিটে স্যামুয়েলের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। বিরতির আগেই গোলশোধ করে দেয় চিরাংদুয়ার। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে জবিদের আগ্রাসী ফুটবলের কোনও জবাব ছিল না প্রতিপক্ষের কাছে। ব্রাইট এনোবাখারে নামার পরই ডায়মন্ডের আক্রমণে ঝাঁজ বাড়ে। ৭১ মিনিটে জবির অসাধারণ হেডে এগিয়ে যায় কিবুর দল। মিনিট ছয়েক পর লালিয়ানসাঙ্গার গোলে ব্যবধান ৩-১ করে ডায়মন্ড হারবার। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন জবি। ডায়মন্ড হারবারের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেন, আই লিগ কবে হবে জানি না। তার আগে আমাদের এই ধরনের টুর্নামেন্ট খেলে নিজেদের তৈরি রাখাটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাব সচিব মানস ভট্টাচার্য বলেন, ডুরান্ডের পর সেভাবে টুর্নামেন্ট ছিল না। এখানে খেলে নিজেদের যাচাই করার সুযোগ পেলাম। লাজংকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে ভাল লাগবে।

