পেনাল্টি পাইনি, ফুঁসছে জার্মানি

নিয়ম আবার বলছে, বলের গতিপথ যদি গোলমুখী হয় এবং বক্সের মধ্যে সেই বল যদি কোনও ডিফেন্ডারের হাতে লাগে, তাহলে অবশ্যই পেনাল্টি।

Must read

স্টুটগার্ট, ৬ জুলাই : দেশের মাটিতে ইউরো জয়ের স্বপ্ন চুরমার। স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে জার্মানি। যদিও জার্মান শিবিরের দাবি, রেফারি পেনাল্টি থেকে বঞ্চিত না করলে ফল অন্যরকম হত।
অতিরিক্ত সময়ে (খেলার ১০৫ মিনিটে) জার্মানির জামাল মুসিয়ালার নেওয়া জোরালো শট বক্সের মধ্যে স্পেনের লেফটব্যাক মার্ক কুকুরেল্লার বাঁ হাতে লাগলেও পেনাল্টি দেননি রেফারি অ্যান্থনি টেলর। আর এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুলিয়ান নাগেলসম্যান। জার্মান কোচের বক্তব্য, ‘‘আমি ওই বিষয়ে কথা বলতে চাই না। রেফারি নিয়মের যুক্তি দিয়ে পেনাল্টি দেননি। তবে বল পরিষ্কারভাবে গোলের পথে ছিল এবং স্প্যানিশ ডিফেন্ডারের হাতে বল যে লেগেছিল, সেটাও স্পষ্ট।’’

আরও পড়ুন-জিম্বাবোয়ের কাছে হার ভারতের

তিনি আরও যোগ করেছেন, ‘‘বলের গতিপথ কোন দিকে ছিল, সেটা দেখতে হবে। এমনটা নয় যে, বল সেই সময় গ্যালারিতে উড়ে যাচ্ছিল। আমার তো মনে হয়, শুধু ভিএআর পদ্ধতির উপর নির্ভর না করে উচিত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিকে কাজে লাগানো। তবে এটাও ঠিক, আমরা শুধু পেনাল্টি না পাওয়ার জন্য ম্যাচটা হারিনি।’’ জার্মান কোচের বক্তব্য, ‘‘ম্যাচটা যে কেউ জিততে পারত। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভাল খেলেছি। ৬০ মিনিটের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। প্রচুর সুযোগ তৈরি হয়েছে। বলা হত জার্মানি নাকি জিততে চায় না। সেটা কিন্তু একবারের জন্যও মনে হয়নি।’’
হ্যান্ডবল না দেওয়ার পিছনে যুক্তি, বল যখন স্প্যানিশ ডিফেন্ডারের হাতে লেগেছিল, তখন তাঁর হাত শরীরের পিছনে ছিল। অর্থাৎ ইচ্ছাকৃত হ্যান্ডবল নয়। নিয়ম আবার বলছে, বলের গতিপথ যদি গোলমুখী হয় এবং বক্সের মধ্যে সেই বল যদি কোনও ডিফেন্ডারের হাতে লাগে, তাহলে অবশ্যই পেনাল্টি।

Latest article