আগ বাড়িয়ে ট্রাম্পের ঘোষণায় জল ঢেলে দিল ক্রেমলিন?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্পের হম্বিতম্বিকে বিশেষ পাত্তা দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Must read

প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্পের হম্বিতম্বিকে বিশেষ পাত্তা দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শান্তিচুক্তি করাতে ট্রাম্প তাড়াহুড়ো করলেও ক্রেমলিনের সর্বশেষ অবস্থানেই স্পষ্ট, মার্কিন চাপকে বাড়তি গুরুত্ব না দিয়ে নিজেদের শর্তেই যুদ্ধবিরতির পথে হাঁটতে চায় রাশিয়া। ক্রেমলিনের এই মনোভাব উঠে এসেছে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের মন্তব্যে। লাভরভ বলেছেন, নির্দিষ্ট রূপরেখা তৈরি না করে যুদ্ধবিরতি নিয়ে কোনও বৈঠক হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন-কেরলে নির্যাতিতার পাশে তৃণমূলের টিম

আপাতত দুই রাষ্ট্রনেতার বৈঠকের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী। রুশ বিদেশমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছে জেলেনস্কির দেশও। ইউক্রেনের প্রেসিডেন্টের আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন ইউক্রেনের উপবিদেশমন্ত্রী সের্গি কিসলিৎসকা। তিনি বলেন, আলোচনা যদি হয় তবে তা ভূখণ্ডের পরিবর্তন নিয়েই হবে। ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে শান্তিচুক্তি হতে পারে না। এই পরিস্থিতিতে ফের স্বভাবসিদ্ধভাবে হুমকির মেজাজে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে বসার জন্য পুতিনকে আরও দু’সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন তিনি। এর মধ্যে বৈঠক না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর পথে হাঁটতে পারে আমেরিকা।

Latest article