ক্লাব ফুটবল শুরু মারাদোনার নাতির

Must read

বুয়েনস আয়ারস, ২০ মার্চ : ১০ নম্বর জার্সি গায়ে গোটা পৃথিবীকে মোহিত করেছেন দাদু। নাতি বেঞ্জামিন (Maradona’s grandson Benjamin) শুধু অভিষেক ম্যাচে নামল ৯ নম্বর জার্সি গায়ে।
১৪ বছরের কিশোরকে শুধু বেঞ্জামিন বললে কেউ চিনবে না। কিন্তু তার দাদু দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona) বললে ঘুরে তাকাতে হবে। চমক অবশ্য এরপরও থাকছে। বেঞ্জামিনের বাবা হলেন সার্জিও আগুয়েরো। যিনি গত বছর হার্টের সমস্যা-জনিত কারণে ফুটবল থেকে অবসর নিয়েছেন। মা মারাদোনা-কন্যা জিয়ান্না।
আর্জেন্টিনা দলের অন্যতম স্তম্ভ ছিলেন আগুয়েরো। ইপিএলে খেলেছেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে। ক্লাব ফুটবলে আগুয়েরোর অভিষেক হয়েছিল যে দলের হয়ে, সেই টাইগ্রেস নাইনথ ডিভিশনের হয়েই খেলা শুরু করেছেন মারাদোনার নাতি।
ভিলা ডমিনিকো স্টেডিয়ামে ইন্ডিপেন্ডেন্টের বিরুদ্ধে অভিষেক ম্যাচে ০-২ হেরেছে বেঞ্জামিনের (Maradona’s grandson Benjamin) ক্লাব। ছেলের ম্যাচের কিছু ভিডিও গণমাধ্যমে তুলে ধরে মা জিয়ান্না মারাদোনা লিখেছেন, ‘‘আই লাভ ইউ।”

আরও পড়ুন: ২০০২ থেকে ডাটা এন্ট্রি অপারেটর অয়ন, বাম মন্ত্রীরা তদন্তের বাইরে কেন?

Latest article