মারাদোনার চিকিৎসকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু

Must read

বুয়েনস আইরেস, ২৩ জুন : তাঁর মৃত্যুর পর নেই নেই করে পেরিয়ে গিয়েছে দেড় বছরেরও বেশি সময়। কিন্তু দিয়েগো মারাদোনার (Diego Maradona) মৃত্যু নিয়ে বিতর্ক থামেনি। বরং চিকিৎসক ও নার্সদের অবহেলাই মারাদোনার মৃত্যুর কারণ, এই দাবি আরও জোরালো হচ্ছে।

প্রয়াত মারাদোনার (Diego Maradona) চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন, এমন আটজন চিকিৎসকের বিরুদ্ধে ‘অবহেলাজনিত হত্যার’ অভিযোগ এনে মামলা দায়ের করেছেন আর্জেন্টিনার এক বিচারপতি। অভিযুক্ত আটজনের মধ্যে রয়েছেন মারাদোনার পারিবারিক চিকিৎসক এবং নার্সও। চলতি বছরের শেষ দিকেই এই আট চিকিৎসককে কাঠগড়ায় তুলতে পারে আদালত।

আরও পড়ুন: জেলেই সুকি

বিচারপতির দাবি, ২০২০ সালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারাদোনা অসুস্থ হয়ে পড়েন, তখন যদি এই আট চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন তাহলে মারাদোনার মৃত্যু হত না। এই অভিযোগ প্রমাণিত হলে অন্তত ২৫ বছরের জেল হবে অভিযুক্তদের।
প্রসঙ্গত, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বুয়েনস আইরেসের একটি বাড়িতে ওই আট চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন মারাদোনা। কিন্তু দু’সপ্তাহ পরেই তাঁকে নিজের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।

Latest article