ডিজেল দামি, লোকসানের ভয়ে পথে কমছে বাস

প্রায় ৭০ শতাংশ বেসরকারি বাস বন্ধ হয়ে গিয়েছে। অন্যান্য যানবাহনেরও দেখা নেই। ফলে সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে পারছেন না তাঁরা।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : কেন্দ্রের জনবিরোধী নীতির শিকার সাধারণ মানুষ। লাগামছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কারণে রাস্তায় নেই যানবাহন। লোকসানের ভয়ে বেসরকারি বাস মালিকরা পথে কম বাস নামাচ্ছেন। বিশেষ করে অফিস টাইম বাদ দিয়ে অন্য সময়ে প্যাসেঞ্জার কম বলে আরও কম বাস পথে নামছে। বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা।

আরও পড়ুন-বিস্ফোরক খুঁজতে টিম নাইন

প্রায় ৭০ শতাংশ বেসরকারি বাস বন্ধ হয়ে গিয়েছে। অন্যান্য যানবাহনেরও দেখা নেই। ফলে সঠিক সময়ে কর্মক্ষেত্রে পৌঁছতে পারছেন না তাঁরা। বিপাকে পড়েছে স্কুল পড়ুয়ারাও। কেন্দ্রীয় সরকার বাসের ফিটনেস সার্টিফিকেটের জন্য ফি ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১৩ হাজার ৫০০ টাকা করেছে। এছাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে টোল ট্যাক্সের হার। কাজেই চরম সমস্যায় পড়েছেন বাস মালিক ও কর্মচারীরা। উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, ‘‘আমাদের বাস সংখ্যায় প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছে। মানবিকতার খাতিরে সামান্য সংখ্যক যে বাস চলছে তার জন্য আর্থিক ক্ষতি হচ্ছে প্রচুর।’’

Latest article