কাঁকসা গ্রামে ডিজেল-নদী, তেল কুড়ানোর ধুম

চোখের সামনে দিয়ে সেই ডিজেল নদীর মতো বয়ে যেতে দেখে গ্রামের মানুষ আর লোভ সামলাতে পারেনি।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : কেন্দ্র সরকারের কল্যাণে পেট্রোলের মতোই ডিজেলও মহার্ঘ। চোখের সামনে দিয়ে সেই ডিজেল নদীর মতো বয়ে যেতে দেখে গ্রামের মানুষ আর লোভ সামলাতে পারেনি। মুহূর্তে তেল নিতে বালতি, হাঁড়ি, কলসী, জারিকেন— যে যা পেয়েছে নিয়ে ছুটে এসেছে। ছোট-বড় সবাই মেতে উঠেছে তেল-সংগ্রহে।

আরও পড়ুন-দুষ্কৃতীকে ধরতে গিয়ে গুলিতে জখম এসআই

মাটির নিচ দিয়ে যাওয়া ডিজেল তেলের পাইপ ফেটেই এই কাণ্ড। দুর্গাপুরের কাঁকসার গ্রামের ঘটনা। মঙ্গলবার দুপুর একটা নাগাদ পানাগড় বাইপাস সংলগ্ন পাঠানপাড়ার কবরস্থানের কাছে। কীভাবে তেলের পাইপে ফাটল তা জানা যায়নি। ঘটনাস্থলের কাছেই পানাগড় বায়ুসেনা ছাউনি। কোনওভাবে আগুন লাগলে যে কোনও মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও কাঁকসা থানার পুলিশ। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

Latest article