সংবাদদাতা, বালুরঘাট: বাহুবল আর ক্ষমতা প্রদর্শনের রাজনীতির মাঝে এ এক ভিন্ন ছবি। যেন ছকভাঙার লড়াই। সবদিক থেকেই ব্যতিক্রমের নজির গড়ছেন দক্ষিণ দিনাজপুরের হিলির সর্বকনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের প্রার্থী চুমকি ঘোষ। উচ্চতা মেরেকেটে ২ ফুট। মানুষের পাশে সবসময় থাকেন তিনি। ভালেবেসে করেন সামজের কাজ। তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে পঞ্চায়েতের আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতেই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নজরের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চকমোহন গ্রাম সংসদ কেন্দ্র।
আরও পড়ুন-প্রকাশ্যে এল অশুভ আঁতাত
স্থানীয় বাসিন্দাদের ভালবাসা-বিশ্বাসের উপর ভর করে ভোট বৈতরণী পার করতে চলেছে চুমকি বলে অভিমত দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীদের। চুমকি-র বাবা একজন হাট ব্যবসায়ী। মা গৃহবধূ। যদিও চুমকির মা চিত্রা ঘোষ জানিয়েছেন মেয়ে জনতার রায়ে নির্বাচিত হলে মেয়েকে উন্নয়নের কাজে সর্বতভাবে তিনি সহযোগিতা করতে প্রস্তুত। চুমকি ঘোষ-এর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণা, ছোট থেকেই তার ইচ্ছা ছিল ভোটে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করা। চুমকি জানিয়েছে নির্বাচিত হলে এলাকার পানীয় জল, রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌছে দেওয়ার মতো উন্নয়নের কাজে ব্রতী হবেন।