সংবাদদাতা, কাটোয়া : রাজ্য পরিবহণ দফতরের দূরপাল্লার বাস পরিষেবায় এবার জুড়ে গেল জামালপুর (Jamalpur)। জোড়া বাস পরিষেবা (Bus Service) চালু হয়ে গেল। একটি দিঘা (Digha), অন্যটি যাবে কলকাতা (Kolkata)। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, বিধায়ক অলোক মাঝি, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহবুব খান প্রমুখের উপস্থিতিতে পতাকা নেড়ে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী অরূপ রায় (Minister Arup Roy)। তিনি বলেন, ‘মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের মানুষ কম খরচে কম সময়ে এখান থেকে দিঘা যেতে পারবেন। আবার চিকিৎসা বা অন্য কারণে সহজে কলকাতা যাওয়ার সুযোগও করে দিল সরকার। মুখ্যমন্ত্রী গ্রামের মানুষজনের কথা ভাবেন বলেই একের পর এক সরকারি বাস চালু করে শহরের সঙ্গে গ্রামকে জুড়ছেন। জঙ্গলমহল থেকে রাজ্যের বিভিন্ন দুর্গম এলাকার বাসিন্দারাও এখন এই পরিষেবা পাচ্ছেন।’
আরও পড়ুন: শহরের বাস স্ট্যান্ডে ব্রেস্ট ফিডিং রুম