সুদিপ্তা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিঘায় হয়েছে জগন্নাথ মন্দির। এই মন্দিরের টানেই দিঘায় বেড়েছে পর্যটকদের সংখ্যা। দিঘার এই জগন্নাথ মন্দির এবার উঠে এসেছে দুর্গাপুজোর থিমেও। কলকাতা, বর্ধমানের পর এবার শিলিগুড়ির দুর্গাপুজোর মণ্ডপও তৈরি হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের আদলে। সৌজন্যে ঘুঘুমারি জনশ্রী ক্লাব। তাদের ৫৬তম বর্ষের দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ চমক। এবারের থিম দিঘার জগন্নাথ মন্দির।
আরও পড়ুন-কথা-সুর মুখ্যমন্ত্রীর, টালা প্রত্যয়ের ‘থিম সং’ গেয়ে শোনালেন ইন্দ্রনীল
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যবাসীর জন্য দিঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দির যেন অনুপ্রেরণা জুগিয়েছে ক্লাবকে। সেই সৌন্দর্য ও ভাবনাকে শহরবাসীর কাছে তুলে ধরতেই এই থিমকে বেছে নেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, পূজোর মূল উদ্দেশ্য হল সকলের জন্য উন্মুক্তভাবে প্যান্ডেলটি প্রদর্শন করা। তবে টানা বৃষ্টির কারণে কিছু কাজ বাধাপ্রাপ্ত হলেও তাঁরা চেষ্টা করছেন খুব শীঘ্রই পূজামণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দিতে। বিশেষ আকর্ষণ হিসেবে, মা দুর্গার প্রতিমার পাশাপাশি থাকছে জগন্নাথদেবের মূর্তিও, যা এই থিমকে আরও প্রাণবন্ত করে তুলবে। সবচেয়ে বড় কথা, পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে। পুজো উদ্যোক্তারা বলছেন, এই মণ্ডপ দেখতে এবার রেকর্ড দর্শনার্থী আসবেন।