আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে মন্দিরের। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে ওই ট্রাস্ট পাশ করানো হয়। মন্দির ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। ২৭ জনের কমিটিতে ইসকন, পুরীর জগন্নাথ মন্দির, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে।
আরও পড়ুন-চা চাষের সঙ্গে আপোস নয়, শ্রমিকদের কথা মাথায় রেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর সংযোজন, “আগামী পরশুদিন মন্দিরের বিষয়ে ট্রাস্টি বোর্ড বৈঠক করবে। সেখানে মন্দিরের উদ্বোধন এবং আরও কিছু বিষয়ে আলোচনা হবে। জগন্নাথ ধামের জমি এবং বাড়ি হিডকোর হাতে তুলে দেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত ট্রাস্ট নেবে।”