জগন্নাথধামের (Digha Jagannath Temple) দারোদ্ঘাটনের আগে বুধবার সকালে নিয়ম মেনে হল বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা। এদিন সকাল ১১টা ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রাণপ্রতিষ্ঠার সময় ছিল। ওই সময়ের মধ্যেই পুরোহিত রীতি মেনে গর্ভগৃহের দরজা বন্ধ করে সোনা-রুপো ও তামার তার নিজের এবং প্রভুর সঙ্গে জড়িয়ে মন্ত্র উচ্চারণ এবং পবিত্র জল ছিটিয়ে প্রাণপ্রতিষ্ঠার কাজ সারেন। এই সময় ঘরের ভিতরে অন্য কেউ ছিলেন না— নিয়ম অনুযায়ী। এক্ষেত্রেও সেই নিয়ম রক্ষা করা হয়েছে।