পর্যটক টানতে সাজছে দিঘা মেরিন ড্রাইভ

দ্বিতীয় লেনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি ২৯ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলার কাজও শুরু হয়েছে

Must read

সংবাদদাতা, দিঘা : পর্যটক টানতে সাজিয়ে তোলা হচ্ছে দিঘার মেরিন ড্রাইভ। দ্বিতীয় লেনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি ২৯ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভকে পর্যটকের কাছে আকর্ষণীয় করে তোলার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই দিঘা-শঙ্করপুর এলাকায় মেরিন ড্রাইভের ধারে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য এবং নানা জনমুখী প্রকল্প মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে কংক্রিটের মডেল বসানো হয়েছে।

আরও পড়ুন-জেলায় জেলায় মৃত্যু, নিখোঁজদের নিয়ে উদ্বেগ, পাশে রাজ্য

দিঘায় প্রবেশপথে যে ‘ওয়েলকাম গেট’ রয়েছে সেখানে বাগান তৈরি হচ্ছে। প্রশাসনের কর্তারা বলছেন, ভোল পালটে যাচ্ছে দিঘার। পর্যটকরা যাতে পাড়ে বসেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাও হচ্ছে। তার জন্য মেরিন ড্রাইভের পাশে কাঠ ও কংক্রিটের চেয়ার বসেছে। বছরখানেক আগে একটি লেনের কাজ হয়েছে। সম্প্রতি ডাবল লেনের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাঁথির শৌলার দিক থেকে মন্দারমণির দিকে কাজ জোরকদমে চলছে। মন্দারমণি পর্যন্ত কাজ হয়ে গেলে রাস্তা চওড়া করা হবে।

Latest article