তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: বাংলা বছর শেষ এবং নতুন বছর শুরুর টানা ছুটিতে বাড়তি ভিড়ে জমে উঠল দিঘার সমুদ্র সৈকত। শনি থেকে মঙ্গল টানা ছুটি। ফলে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। ইতিমধ্যে দিঘার অধিকাংশ হোটেলের বুকিং সম্পন্ন। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়েছে। অন্যদিকে টানা ছুটির জেরে অন্য মেজাজে রয়েছে সৈকত শহর দিঘা। ক’দিন আগেই দোলের সময় এরকম একটা টানা ছুটিতে ভিড় উপচে পড়তে দেখা গিয়েছিল সমুদ্র শহরে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্মাবলম্বী নাগরিক সমাজ স্থগিত রাখল আজ ওয়াকফ বাঁচাও মহামিছিল
সাধারণত এমন ভিড় শীতকালে এবং অন্যান্য লম্বা ছুটির সময় দেখা যায়। তখ অবশ্য আরও বেশি ভিড় হয়। দিঘার পুরাতন সৈকত তার শান্ত পরিবেশের জন্য পরিচিত। যেখানে নতুন দিঘার সৈকত আরও বেশি জনাকীর্ণ। এই সময় সমুদ্রস্নান, সার্ফিং, নৌকা-সহ বিভিন্ন জলক্রীড়ার সুযোগ থাকে। প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য স্পেশাল অফার দেয়। আর দিঘার অন্যতম প্রধান আকর্ষণ সুন্দর সমুদ্র সৈকত তো আছেই। দিঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ পর্যটকদের জন্য উপযুক্ত। তবে এই সৈকতগুলির মনোরম পরিবেশে বিশেষত শীতকালে পর্যটকদের আকৃষ্ট করে। দিঘায় বিভিন্ন বাজেটের সঙ্গে পর্যটকদের পকেট-উপযোগী থাকার জায়গাও প্রচুর। এছাড়াও দিঘায় মেলে বিভিন্ন ধরনের বাঙালি এবং পূর্ব ভারতীয় খাবার। এছাড়া ৩০ এপ্রিল জগন্নাথদেবের মন্দিরের উদ্বোধন। প্রস্তুতি চলছে জোরকদমে। তার আগেই বাংলা নববর্ষের টানাছুটি— সব মিলিয়ে পর্যটকদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, বর্তমানে অধিকাংশ হোটেলের বুকিং সম্পন্ন। বিশেষ প্যাকেজও চালু হয়েছে।