নতুন বছরে আলোয় সাজবে দিঘা, বাড়ছে নিরাপত্তাও

এদিনের বৈঠক থেকে নতুন বছরকে কেন্দ্র করে গোটা দিঘা পর্যটক কেন্দ্রকে রঙিন আলোর সাজে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Must read

সংবাদদাতা, দিঘা : জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে সৈকত শহর দিঘার আকর্ষণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে নতুন বছরকে কেন্দ্র করে এবার পর্যটকদের বাড়তি ঢল নামতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তা সামলাতে যাবতীয় নিরাপত্তার বিষয় নিয়ে পুলিশ-প্রশাসন ও হোটেল মালিকদের নিয়ে বৈঠক হল মঙ্গলবার। ছিলেন জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল, পুলিশ সুপার মিতুন দে প্রমুখ।

আরও পড়ুন-এসআইআর হলেও বিজেপি গো-হারান হারবে : শোভনদেব

এদিনের বৈঠক থেকে নতুন বছরকে কেন্দ্র করে গোটা দিঘা পর্যটক কেন্দ্রকে রঙিন আলোর সাজে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দিঘা থেকে পুরনো দিঘা পর্যন্ত সাজিয়ে তোলা হবে আলোয়। এছাড়া জগন্নাথ মন্দিরও সাজবে রঙিন আলোয়। উৎসবের দিনগুলোতে ভিড় সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। সুনির্দিষ্ট পার্কিং জোনে যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সমুদ্রপাড়ে যাতে পর্যটক দুর্ঘটনার কবলে না পড়েন এজন্য ওই সময় সিভিল ডিফেন্সের অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি চলবে ড্রোনে নজরদারি। ভিড়ে নাশকতার ছক এড়াতে ২৪ ঘণ্টা বিভিন্ন পয়েন্টে চলবে নাকা চেকিং। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে বহু হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছিল। সে বিষয়ে এদিন হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হোটেলে যাতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে সেজন্যও নির্দেশ দেওয়া হয়েছে। মত্ত অবস্থায় কেউ গাড়ি না চালান সেজন্য জিরো টলারেন্স নীতিতে চলবে চেকিং।

Latest article