দিঘার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর প্রতীক্ষায়

দিঘা ক্রমশ তীর্থক্ষেত্রেও পরিণত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হচ্ছে জগন্নাথ মন্দির। কাজ প্রায় শেষ।

Must read

সংবাদদাতা, দিঘা : দিঘা ক্রমশ তীর্থক্ষেত্রেও পরিণত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হচ্ছে জগন্নাথ মন্দির। কাজ প্রায় শেষ। চূড়া তৈরির কাজও প্রায় শেষ। মন্দিরের কাজ দেখতে এমাসেই দিঘায় আসার কথা মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, ১০ তারিখে দিঘায় আসতে পারেন। পরদিন জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিডকো ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। উপস্থিত থাকার কথা পুরীর প্রধান পুরোহিতেরও।

আরও পড়ুন-সামনে বাংলাদেশ, বিধ্বংসী বৈভব, এশিয়া কাপের ফাইনালে ভারত

১২ তারিখ কলকাতায় ফেরার কথা। মুখ্যমন্ত্রী আসার দিনক্ষণ এখনও প্রশাসনিক মহলে স্থির না হলেও তাঁর আসার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যে দিঘা জুড়ে শুরু হয়েছে জোর তৎপরতা। কয়েকদিন আগেই মন্দির পরিদর্শন করে গিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি। ২০১৮-য় দিঘায় প্রশাসনিক বৈঠক করতে এসে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘাতেও জগন্নাথ মন্দির গড়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে ওল্ড দিঘার কথা ভাবা হলেও জমির অভাবে সম্ভব হয়নি। পরে দিঘা স্টেশন লাগোয়া ভগিব্রহ্মপুরের একটি মৌজাকে চিহ্নিত করা হয়। সেখানেই ২০ একর জমিতে অনিন্দ্যসুন্দর জগন্নাথ মন্দির তৈরির কাজ শুরু হয়। ১২৮ কোটি টাকায় দিঘার অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দির আগামী বছরের শুরুর দিকে সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে।

Latest article