প্রতিবেদন : দেশের কোনও ফাইটার জেটের চালক যাতে অভিনন্দন বর্তমানের মতো পথ হারিয়ে প্রতিবেশী দেশে গিয়ে না পড়েন তার জন্য এবার ডিজিটাল ম্যাপের ব্যবস্থা করছে ভারতীয় বায়ুসেনা। খুব দ্রুত সেই ব্যবস্থা কার্যকর হবে সব ফাইটার জেটে, দাবি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড বা হ্যালের ডিরেক্টর ডি কে সুনীলের।
আরও পড়ুন-রাজ্যে মাটির নিচে তেল: জানালেন মন্ত্রী
ভারতীয় বায়নসেনার বিমানে ডিজিটাল ম্যাপিংয়ের সুবিধা না থাকায় এতদিন ম্যানুয়াল ম্যাপে দেশের সীমানা এলাকায় নজরদারি চালাতে হত। যার ফল হিসাবে সীমানা পেরিয়ে পাকিস্তানে পৌঁছে যান উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাশাপাশি পাহাড়-পর্বতের উচ্চতা বুঝতেও সাহায্য করবে এই ধরনের ম্যাপ। টু-ডি ও থ্রি-ডি প্রযুক্তিযুক্ত এই ম্যাপ দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করবে।
আরও পড়ুন-চেয়ার ফাঁকা রেখে নার্গিসকে সম্মান নোবেল কমিটির
হ্যাল কর্তৃপক্ষের আরও দাবি, শত্রুপক্ষের গুপ্ত জায়গা বা এয়ারবেস খুঁজে পেতেও সাহায্য করবে জেটে ইনস্টল করা ডিজিটাল ম্যাপ। উন্নত দেশগুলিতে বায়ুসেনার বিমানে ডিজিটাল ম্যাপ বানানো হলেও গুটিকয়েক দেশ নিজেদের তৈরি ম্যাপ ব্যবহার করে। ভারত এবার তার মধ্যে একটি দেশ হতে চলেছে। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হবে। পরবর্তীকালে দেশের অন্যান্য বিমানেও এই ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে বলে জানান হ্যাল কর্তৃপক্ষ ।