প্রতিবেদন : রাজ্যের ৩৪১টি ব্লক পাবলিক হেলথ ইউনিটে পরীক্ষার ফল ডিজিটাল পদ্ধতিতে সরবরাহ করা হবে। গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal Government)। পরীক্ষার গতি, নির্ভুলতা ও চিকিৎসা সিদ্ধান্তে স্বচ্ছতা আনতেই এই প্রকল্প শুরু হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। ওয়েবেল টেকনোলজি লিমিটেড এই প্রকল্পের রূপায়ণ করছে। থাকছে অত্যাধুনিক ল্যাবরেটরি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে রোগীর নমুনা পরীক্ষা থেকে রিপোর্ট তৈরি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটিই স্বয়ংক্রিয়ভাবে হবে। ল্যাবরেটরি অ্যানালাইজারগুলি নির্ধারিত পদ্ধতিতে রিপোর্ট পাঠাবে সরাসরি এই সিস্টেমে, ফলে হাতে লিখে রিপোর্ট তৈরির প্রয়োজন পড়বে না এবং ভুলের সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি কমবে। প্রতিটি রিপোর্ট রোগী ও নমুনার নির্দিষ্ট আইডির ভিত্তিতে যাচাই করে সংরক্ষিত থাকবে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম-এ। যে কোনও সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে সেই রিপোর্ট রিয়েল টাইমে দেখা যাবে। দ্রুত চিকিৎসা শুরু করা যাবে। রোগী-পরিজনের অপেক্ষাও কমবে। স্বাস্থ্যভবন জানিয়েছে, প্রতিটি ব্লকে পরীক্ষার অগ্রগতি নজরে রাখতে রিয়েল টাইম ড্যাশবোর্ড তৈরি হবে। কোনও অ্যানালাইজার বন্ধ থাকলে বা রিপোর্টে ব্যতিক্রম দেখা দিলে সঙ্গে সঙ্গে সতর্কতা পাঠাবে সিস্টেম। এতে পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে। শুধু তাই নয়, প্রকল্পের আওতায় একটি মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল তৈরি হচ্ছে, যেখানে স্বাস্থ্যকর্মীরা সরঞ্জাম রেজিস্ট্রেশন, ল্যাব ওয়ার্ক শিডিউল, ডেটা ট্রান্সফার ও অভিযোগ জানাতে পারবেন। থাকবে ইউজার অথেন্টিকেশন ও রোল-বেসড অ্যাক্সেসের মতো নিরাপত্তা ব্যবস্থাও। অ্যানালাইজার ছাড়াও এক্স-রে, সিটি-স্ক্যানের মতো রিপোর্টও আইএইচএমএস-এ সংযুক্ত হবে। সব তথ্য এনক্রিপ্টেডভাবে সংরক্ষিত ও ব্যাকআপ হবে নিয়মিত। যদিও সাধারণ রোগীরা সরাসরি এই ব্যবস্থায় যুক্ত হবেন না, তবু দ্রুত রিপোর্ট, কম ভুল ও চিকিৎসকের সঙ্গে সংহত যোগাযোগের ফলে উপকৃত হবেন তাঁরাই।
আরও পড়ুন-বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে দাগি বিপ্লব রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ তৃণমূলের