বঙ্গ

পোস্টার নিয়ে প্রকাশ্যে দিলীপ-হিরণ তরজা

সংবাদদাতা, খড়্গপুর : সামনেই পুরভোট। তার আগে খড়্গপুর শহরে বিজেপির পোস্টারে বিধায়ক হিরণকে ছেঁটে ফেললেন দিলীপ-অনুগামীরা। ফলে ফের প্রকাশ্যে চলে এল খড়্গপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। গত বৃহস্পতিবার রাতে দলের মণ্ডল সভাপতি দিলীপ-ঘনিষ্ঠ দীপসোনা ঘোষের বিরুদ্ধে ১৯ নং ওয়ার্ডে বিধায়ক হিরণের একটি কর্মসূচিতে হামলা চালানো ও তাঁদের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেন হিরণ-অনুগামীরা খড়্গপুর সদর থানায়। শুধু তা-ই নয়, এর আগে দীপসোনা তাঁকে কুপ্রস্তাব এবং ফোনে হুমকি দেন বলেও প্রকাশ্যে অভিযোগ করেন হিরণ-অনুরাগী স্থানীয় মহিলা নেত্রী তৃষা চাকলাদার।

আরও পড়ুন-নিয়ম ভেঙে পদোন্নতি, কাঠগড়ায় বিশ্বভারতী

এর পরেই বদলা নিতে দিলীপ-অনুগামীরা তাদের পোস্টারে বিধায়কের ছবিকে জায়গা দেননি বলে অভিমত রাজনৈতিক মহলের। ফলে এতদিন আড়ালে থাকলেও এবার স্পষ্টতই জনসমক্ষে এসে গিয়েছে দিলীপ-হিরণ গোষ্ঠীকোন্দল। পুরভোটের আগে দলীয় পোস্টারে হিরণকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠী-রাজনীতিও তুঙ্গে।

আরও পড়ুন-নতুন পরিকল্পনা নিয়ে মহিলাদের পাশে রাজ্য

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতির পদ খোয়ানোর পর দিলীপ ঘোষকে সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি পদে পুনর্বাসন হয়। সেই খুশিতেই রেল কলোনির বিজেপি কার্যালয় থেকে শুরু করে খড়্গপুর শহরে হোর্ডিং-পোস্টার লাগিয়েছে দিলীপ গোষ্ঠী। হোর্ডিংয়ে বর্তমান রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা-সহ বিভিন্ন নেতার ছবি থাকলেও নেই শুধু হিরণ চট্টোপাধ্যায়ের ছবি। বিষয়টি বিধায়কের কানে পৌঁছলে একরাশ ক্ষোভ উগরে

আরও পড়ুন-উন্নয়নের কাজে শিক্ষকরা

তিনি বলেন, যারা এই হোডিং লাগিয়েছে তারা কজন? আর যে ৫ জনের ছবি লাগিয়েছেন তাঁরা এখানে না দেবেন ভোট, না গড়বেন বোর্ড। ওরা ছবি না লাগালে আমার কিছু যায়-আসে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পার্টির ব্যানার-পোস্টারে বিধায়কের ছবি থাকবে না এটা হতেই পারে না।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago