Dilip Ghosh: দল দুর্বল মানলেন দিলীপ

Must read

প্রতিবেদন : শীর্ষ নেতৃত্বের দিকে বেশ কিছুদিন ধরেই লাগাতার তোপ দেগে চলেছেন তথাগত রায় (Tathagata Roy)। দলের মধ্যে বিশৃঙ্খলা, কোন্দল প্রকাশ্যে চলে আসছে। দলে দলে দল ছাড়ছেন নেতা-কর্মীরা। তার মধ্যেই বেসুরো গাইলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কলকাতার বিভিন্ন অঞ্চলে তাঁদের দল যে দুর্বল, তা স্বীকার করে নিলেন। ফলে বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতি সন্ত্রাস নিয়ে যে গলাবাজি করছেন তা মাঠে মারা গেল। বিজেপির লোকসভা ভোটের সাফল্য যে সাময়িক এবং ফ্লুক, তা ক্রমশ স্পষ্ট। বিধানসভা ভোটের পর, কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) ভোটেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি (BJP)। লোকসভা ভোটে যে সব এলাকায় এগিয়ে ছিল, তাদের সেখানে আর খুঁজেই পাওয়া যায়নি। মাত্র তিনটি আসনে জিতেছে তারা। সন্ত্রাসের কথা বলে নিজেদের লজ্জা ঢাকার আপ্রাণ চেষ্টা চলেছে।

আরও পড়ুন-আধুনিকতা, নারী স্বাধীনতা ও প্রগতির নিখুঁত বন্ধন মা সারদা

এরই মধ্যে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ (Dilip Ghosh) স্বীকার করলেন, কলকাতা নিয়ে তাঁদের খুব একটা আশা ছিল না। বললেন, ‘‘কলকাতার সংগঠন দুর্বল ছিল। এটা মেনে নিতে কোনও বাধা নেই।’’ সেই সঙ্গে দাবি করলেন জেলায় এবং উত্তরবঙ্গে নাকি এরকম ফল হবে না। সেখানে নাকি তাঁদের সংগঠন শক্তিশালী। অথচ জেলায় জেলায় যেভাবে প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদানের হিড়িক চলছে, তাতে জেলায় কী ফল হবে, তা সহজেই অনুমেয়।

আরও পড়ুন-সংগীতমেলায় পাঁচ হাজার শিল্পী গাইবেন

Latest article