প্রতিবেদন : বাবুল সুপ্রিয়র দল ছাড়ার জের? বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে। সোমবার হটাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রেস নোট পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল। নতুন রাজ্য সভাপতি বালুরঘাটের স্বল্প পরিচিত সাংসদ সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে দেওয়া হল মুকুল রায়ের ফেলে আসা সর্বভারতীয় সহসভাপতির পদ।
দিলীপকে সরানো নিয়ে গুঞ্জন ছিল বিধানসভা ভোটের আগে থেকেই। ভোটে হারার পর বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। নব্য-আদি এবং পরিযায়ী বিজেপির লড়াইয়ে হাটখোলা হয়ে যায় বিজেপির তথাকথিত ইস্পাত কঠিন সংগঠন। একের পর এক বিধায়ক সাংসদ অসন্তোষে দল ছাড়তে শুরু করেন। বাবুল সুপ্রিয়র ধাক্কা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে টার্গেট করল বিজেপি। দিলীপ ঘোষকে সর্বভারতীয় সহ-সভাপতি পদ দেওয়া হয়েছে। এই পদে বিজেপির একাধিক নেতা রয়েছেন।
আরও পড়ুন :মমতার বাংলাকে পুজো উপহার হাসিনার, রাজ্যে আসছে ২০৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ
জল্পনা ছিল হয়তো রাজ্য সভাপতির পদ থেকে সরানো হবে দিলীপ ঘোষকে। কারণ, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের ভাঙনে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান সেই অস্বস্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টেই বল ঠেলেন দিলীপ। সোমবার সন্ধ্যায় জেপি নাড্ডার তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয় বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের মতোই সুকান্ত মজুমদার আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন। রাজনীতিতে তিনি খুব একটা পরিচিত মুখও নন। যদিও এবার বালুরঘাট থেকে বিজেপি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, ২০২১-এ নির্বাচনের ফলাফল অনুযায়ী, একমাত্র উত্তরবঙ্গে কিছুটা জমি পেয়েছে পদ্ম শিবির সেখানেই সেখানকার সংসদকে রাজ্য সভাপতি করা হয়েছে। নতুন রাজ্য সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ। ভাঙন ঠেকানোই এখন নতুন সভাপতির কাছে বড় চ্যালেঞ্জ।