মণীশ কীর্তনিয়া, দিঘা: আমন্ত্রণ ছিল মুখ্যমন্ত্রীর৷ সাড়া দিয়ে দিঘার জগন্নাথধামে (Digha Jagannath Temple) এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ সঙ্গে স্ত্রী রিঙ্কু৷ কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন মন্দিরে৷ দিলীপকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ মন্দির ঘুরে দেখতে থাকেন দিলীপ৷ চমৎকার স্থাপত্যশিল্পে উচ্ছ্বসিত দিলীপ বলেন, চমৎকার কাজ৷ দারুণ কাজ৷ এরপর জগন্নাথদেবকে (Digha Jagannath Temple) সাষ্টাঙ্গে প্রণাম করেন৷ মালা পরিয়ে দেন স্ত্রীকে৷ স্পষ্ট ভাষায় বলেন, ভগবানকে নিয়ে কোনও রাজনীতি নয়৷ ভগবানের বিরোধিতা করা যায় না৷ তিনি মুখ্যমন্ত্রীকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছেন৷ খুব ভালো কাজ হয়েছে৷ মুখ্যমন্ত্রী এইসময় মণ্ডপে গিয়েছিলেন কাজ দেখতে৷ দিলীপবাবুকে দেখে তিনি চায়ে আপ্যায়ন করেন৷ দীর্ঘক্ষণ কথাও হয়৷ সোয়া ছ’টায় দিঘা ছাড়েন দিলীপ৷
আরও পড়ুন- দিঘার জগন্নাথধাম নিয়ে সিপিএমের মিথ্যাচার, কড়া জবাব তৃণমূলের