বনধ নয়, পাহাড়ের নেতাদের ধান্ধাবাজ বললেন দিলীপ

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার: এবার মুখ্যমন্ত্রী মমতার পথ ধরেই পাহাড়ে বনধের বিরোধিতা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আলিপুরদুয়ারে দলীয় সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে বুধবার এ কথা বলেন তিনি (Dilip Ghosh)। পাশাপাশি পাহাড়ের গোর্খাল্যান্ড আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের ঘুরিয়ে ধান্দাবাজ বলতেও ছাড়েননি তিনি। এর আগে বাংলার মানুষ দেখেছে এই গোর্খাল্যান্ডের দাবিদারদের সঙ্গে বিজেপির মাখামাখি। তা ছাড়াও যেখানে রাজ্য বিধাসভায় বঙ্গভঙ্গ-বিরোধী প্রস্তাব পাশ হয়েছে, সেখানে বিজেপির কার্শিয়াঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করে গণভোট চাইছেন। আবার বিজেপির রাজ্যে নেতৃত্ব মুখে বলছেন বাংলা ভাগ তাঁরা চান না। কিন্তু এখনও পর্যন্ত তাঁরা তাঁদের কার্শিয়াঙের বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেয়নি। এর থেকেই বিজেপির দু’মুখো নীতি দেশের মানুষের সামনে প্রকট হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মত, বিজেপি একদিকে পেছন থেকে বাংলা ভাগ করার কলকাঠি নাড়ছে, আবার মানুষের সামনে মুখোশ পরে বাংলা ভাগ হবে না বলে বুলি আওড়াচ্ছে। তবে তাদের এই দু’মুখো নীতি এবার প্রকাশ্যে এসে গিয়েছে। মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে তাদের এই দু’মুখো নীতির বিরুদ্ধে সুচিন্তিত রায় দেবেন। যা নিয়ে আর কোনও সংশয় রইল না।

আরও পড়ুন: কেন নীরব স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী

Latest article