রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য দিলীপের

Must read

তথাগত রায়কে পালটা দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে বেনজির মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি এই দুই মনীষীর সঙ্গে নিজের তুলনা টানলেন তিনি। কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে দিলীপ ঘোষ বলে বসলেন, “রামকৃষ্ণ তো সবচেয়ে বড় অশিক্ষিত”, আর “রবীন্দ্রনাথ তো অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন’’! যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পরম শ্রদ্ধেয় ও পূজনীয় রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে এমন কুরুচিকর মন্তব্যের জন্য বিজেপির লোকেরাও গালমন্দ শুরু করেছেন দিলীপ ঘোষকে। বিদেশে থাকা প্রবাসী বাঙালিরাও ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষের উপর।

আরও পড়ুন-“সুব্রতদাকে নিয়ে আজকে কিছু বলতে হবে ভাবিনি”, পঞ্চায়েত মন্ত্রীর স্মৃতিচারণায় পার্থ চট্টোপাধ্যায়

সম্প্রতি দিলীপ ঘোষকে নিশানা করে টুইটে “অশিক্ষিত” বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। সেই মন্তব্যের পালটা দিতে গিয়েই দিলীপ ঘোষ রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্য করেন।

অশিক্ষিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।” আবার রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেন, “রবীন্দ্রনাথও খুব বেশিদূর লেখাপড়া করেননি, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র।”

আরও পড়ুন-“মমতা বড় মনের মানুষ”, দলনেত্রীর প্রশংসায় রেজ্জাক মোল্লা

দিলীপ ঘোষ তথাগত রায়কে কটাক্ষ করে বলেন, ”যাঁরা আমাকে অশিক্ষিত, অর্ধশিক্ষিত বলছেন তাঁদের শিক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়। রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ প্রথাগতভাবে খুব বেশি পড়াশোনা না করলেও গোটা বিশ্ব তাঁদের কথা শোনে, মনে রেখেছে। তাঁদের বই পড়ি আমরা, আমাদের জীবন তৈরি করে সেগুলি। এটাই ভারতের সংস্কৃতি। যারা বুঝতে পারেন না, তাঁদের কিছু তো বলার নেই।” দিলীপ ঘোষের এমন মন্তব্যের পর গেরুয়া শিবির যে বাংলা ও বাঙালির কাছে আরও নীচে নেমে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

 

Latest article