তুই কে! ডিএম-কে দিলীপের কুকথা

ফের বিজেপি নেতাদের মুখে কুকথার স্রোত। প্রকাশ্যে রাজ্যের এক মহিলা জেলাশাসককে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ

Must read

প্রতিবেদন : ফের বিজেপি নেতাদের মুখে কুকথার স্রোত। প্রকাশ্যে রাজ্যের এক মহিলা জেলাশাসককে কুৎসিত ভাষায় আক্রমণ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জবাবে বিজেপি নেতাকে পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন-দিনের কবিতা

দিলীপের তীব্র নিন্দা করে কুণাল বলেন, এই কুকথা বন্ধ হওয়া দরকার। এগুলো কোনও কথা? এসব কী ভাষা? কেন্দ্রের টাকা কি বিজেপির বাপের টাকা নাকি? এর আগে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থবরাদ্দ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার নদিয়ার কল্যাণীতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ কুৎসিত ভাষায় আক্রমণ করেন পূর্ব মেদিনীপুরের মহিলা জেলাশাসককে। প্রকাশ্যে তাঁর উদ্দেশ্যে তুই-তোকারিও করেন বিজেপি নেতা। তাঁর বাবা তুলেও আক্রমণ করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থবরাদ্দে কিছু শর্ত ছিল। কিন্তু এই রাজ্য সরকার কোনও শর্তই মানে না। বলা হয়েছিল, স্থানীয় এমএলএ, এমপিদের সঙ্গে কাজ হবে। আমি সাড়ে তিন বছরের এমপি, আমাকে কিছু জানানো হয় না। আবার আমাকে নোটিশ দিয়ে বলা হচ্ছে এই কাজটা হচ্ছে। কোন কাজ হবে, তুই ঠিক করার কে রে! পাবলিক আমাকে জিতিয়েছে, আমি ঠিক করব। তুই কেন ঠিক করে দিচ্ছিস? এটা কি তোর বাপের টাকা? এরপরই সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা দেন দিলীপ ঘোষকে।

আরও পড়ুন-দুর্নীতিতে ডুবে মেঘালয়, কেন নয় ইডি-সিবিআই : অভিষেক

কুণাল বলেন, সবাই মিলে বসে এই কুকথা বন্ধ করা দরকার। কেউ একজন বললে, তার উত্তরে ফের আর একজনও বলবে। চলতে পারে না। রাস্তা তৈরির টাকা, সরকারি টাকা, এটা তো বিজেপিরও বাপের টাকা নয়।

Latest article