দিলীপের খুব মন্ত্রিত্বের শখ! তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, প্রাক্তন আরএসএস কর্মীর মুখে এই কথা মানায় না!

Must read

প্রতিবেদন : ছাব্বিশের বাংলায় নাকি পরিবর্তন হবে আর তখন মন্ত্রী হতে চান দিলীপ ঘোষ! মঙ্গলবার নদিয়া জেলায় বিজেপির এক সভায় এমনই ইচ্ছে প্রকাশ করেছেন বিজেপি নেতা। একজন প্রাক্তন আরএসএস কর্মী হিসেবে দিলীপের এই ইচ্ছে আর আকাশকুসুম স্বপ্ন দেখা নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল!

আরও পড়ুন-ট্রাম্পেরই নোবেল পাওয়া উচিত ছিল : মাচাদো

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, প্রাক্তন আরএসএস কর্মীর মুখে এই কথা মানায় না! মোদি জমানায় তো সাংসদ ছিলেন, মন্ত্রী হননি কেন? দলের অন্দরে আদি-নব্যর দ্বন্দ্বে বেশি কিছুবছর কোণঠাসা হয়ে থাকার পর ভোটের আগে বিজেপিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ। আর ফিরেই ফের আলটপকা মন্তব্য করে রাজ্যে রাজনীতির হাওয়া গরম করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এদিন নদিয়ার সভায় মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেন দিলীপ। পাল্টা কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, রাজনীতির লোকেদের এই প্রবণতা সুস্থ-ভাবনা চিন্তার লক্ষণ নয়। দিলীপবাবু পুরনো আরএসএস কর্মী। তাঁর ক্ষেত্রে এটা মানসই নয়। সবাই ক্ষমতার কাছে থাকতে চায়। দিলীপও সেই স্রোতে ভেসে যেতে চাইছেন। তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, মোদি জমানায় তো সাংসদ ছিলেন দিলীপ। তখন কেন তাঁকে মন্ত্রী করা হয়নি? কেন তখন মন্ত্রী হতে চাননি দিলীপ? কেন্দ্রীয় মন্ত্রী হলেও তো মানুষের কাজ করতে পারতেন!

Latest article