দিলীপ : কেন দলে তথাগত

Must read

প্রতিবেদন : বাংলায় ভরাডুবির পর বিজেপির অন্দরে কোন্দল প্রকাশ্যে। তথাগত রায় দলের রাজ্য নেতৃত্বকে বারবার আক্রমণ আর কটাক্ষ করে দলকে বিপদে ফেলেছেন। আদি-নব্য লড়াই কী ভীষণ পর্যায়ে পৌঁছেছে, তা বোঝা গিয়েছে আক্রমণের ধারালো কথাবার্তায়। উপনির্বাচনে দ্বিতীয় দফায় দলের বিশ্রী হারের পর তাক করেছিলেন দলের রাজ্য নেতৃত্বকে। বলেছিলেন, দলবদলুদের বিজেপি কোলে বসিয়েছে। আর ওদের জন্যই দলের এই ন্যক্কারজনক হার। দলের রাজ্য নেতৃত্বকে জোকার বলতেও ছাড়েননি। কৈলাস-শিবপ্রকাশ ছাড়াও তথাগতর আসল লক্ষ্য অবশ্যই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ইংরেজিতে ট্যুইট করেন দিলীপ। সেই ইংরেজি নিয়েও প্রকাশ্যে ট্যুইটে কটাক্ষ করতে ছাড়েননি তথাগত। কার্যত দিলীপকে ‘অশিক্ষিত’ও বলছেন। পালটা দিলীপ শনিবার বলেন, দলে এমন অনেকে আছেন, যাঁরা নিজেদের যোগ্যতার চাইতে বেশি পেয়েছেন। তাঁরাই সবচেয়ে বেশি সমালোচনা করছেন। এঁদের বিজেপিতে কোনও অবদান নেই। এঁদের যদি বিজেপিতে থাকতে অসুবিধে হয়, লজ্জা লাগে, তাহলে রয়েছেন কেন? ছেড়ে দিলেই হয়।

আরও পড়ুন : অপমানের অভিযোগ তুলে দলত্যাগ জয়ের

তাহলে দলও হাঁফ ছেড়ে বাঁচে। এঁরা চলে গেলে দলের একচুলও সমস্যা হবে না। দিলীপ সকালে একথা বলতেই প্রত্যুত্তর দিয়েছেন তথাগত। বলেন, আমার কথা বোঝার মতো ক্ষমতা ওর নেই। অর্ধশিক্ষিত হলে যা হয়! তবে ওর কথার জবাব দেওয়ার রুচিও আমার নেই। দিলীপ অবশ্য তোপ দেগেই রওনা হয়ে হয়ে যান দিল্লিতে। কাল, রবিবার কর্মসমিতির বৈঠক। দলের রাজ্য কমিটিতে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল।

Latest article