প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘায় জগন্নাথধাম দর্শনে আসায় দলেরই একাংশ তাঁর বাপান্ত করে চলেছে। তাঁদের পাল্টা ধুইয়ে দিলেন দিলীপ ঘোষ। কার্যত কার্পেট বম্বিং করে একটার পর একটা যুক্তি দিয়ে তিনি গদ্দার অধিকারী-সহ বিজেপি নেতাদের আক্রমণ শানান। (এক) বিজেপিতে ভয় ও সন্দেহ যেদিন ঢুকেছে, সেদিন থেকে পিছনের দিকে এগোচ্ছে দল। দলে অপসংস্কৃতি ঢুকেছে। (দুই) যারা রোজ বিছানা পাল্টায়। যারা চারটে গার্লফ্রেন্ড রাখে। যাদের দিনে এক আর রাতে আর এক জীবন, তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে! (তিন) যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছে, তারা দিলীপ ঘোষকে ভোগী বলছে। (চার) দিলীপ ঘোষ গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে। তাই গর্ত থেকে সাপখোপ বেরিয়ে পড়েছে। (পাঁচ) রামমন্দির, কালীঘাট গেলে তো কেউ বলে না। এখানে এলে কেন বলবে? এটা সৌজন্য। (ছয়) ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। মন্দির যিনিই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গে সব কিছুতেই রাজনীতি। (সাত) কেউ কেউ চান আমি বেরিয়ে গেলে জায়গাটা খালি হবে, তাদের ভাল হবে। সেই জায়গা নেই। (আট) দিলীপ ঘোষ খোলা ময়দানের নিচে থাকে। সোজা কথা সোজা ভাবে বলে। (নয়) মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের ছায়ায় যারা বড় হয়েছে, তাদের কাছ থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না! (দশ) আমি যখন বিজেপি সভাপতি ছিলাম তখন ৭৭। আজকে কেন কমল, এমপি কমেছে, জেলা পরিষদ, সমিতি, গ্রাম পঞ্চায়েত কমেছে, প্রশ্ন করবেন না? (এগারো) আমার হাত কাটলে হিন্দু রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। আজকে যারা হম্বিতম্বি করছে, তারা তো তৃণমূল থেকে এসেছে। (বারো) দলবিরোধী কোনও কাজ করিনি। আমি সোজা পথে চলি, আজও চলছি। দল জানতে চাইলে সবকিছু জানিয়ে দেব।
আরও পড়ুন-ভারতের প্রত্যাঘাতের ভয়ে তড়িঘড়ি শীর্ষপদে নিয়োগ
এ-প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছেন। সংকীর্ণমনা ভেদাভেদের রাজনীতি যাঁরা করেন, তাঁদের তিনি ধুইয়ে দিলেন। যাঁরা তৃণমূলে নানা সুবিধা পেয়েছিলেন, তাঁরা আজ ওই দলে গিয়ে এখন সমালোচনা করছেন। তাঁদের পাল্টা আক্রমণ শানালেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সৌজন্যের চোটে বিজেপিতে লঙ্কা-কাণ্ড ঘটছে। রাজনীতিতে ব্যক্তিগত শত্রুতা থাকা উচিত নয়।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…