প্রতিবেদন : এমনিতেই বিএসএফ এর ব্যাপ্তি নিয়ে উত্তাল রাজ্য। এসবের মাঝেই বিএসএফ ক্যাম্পে গিয়ে হাজির রাজ্য বিজেপির প্রাক্তন ও বর্তমান সভাপতি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। তা নিয়ে প্রশ্ন তুলেছে দল।
দিনহাটা উপনির্বাচনের প্রচারে এসে BSF ক্যাম্পে গিয়ে ডিআইজি-র সঙ্গে বৈঠক করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন : বিজেপি ছাড়লেন বাবু মাস্টার
উপনির্বাচন উপলক্ষে দিনহাটায় আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে। সেখানে কীভাবে রাজনৈতিক ব্যক্তিরা বিএসএফ ক্যাম্পে গিয়ে ডিজির সঙ্গে বৈঠক করতে পারেন, তা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
কোচবিহারের কাঁকড়িবাড়িতে বিএসএফ ক্যাম্পে দিলীপ, সুকান্তদের বৈঠক করতে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। উপনির্বাচনকে প্রভাবিত করতেই বিশেষ অভিসন্ধি নিয়েই বিএসএফ ক্যাম্পে গিয়েছেন বিজেপি নেতারা। এ নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্যের শাসক দল।