প্রতিবেদন : মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার শাস্তির মুখে দিলীপ ঘোষ। বুধবার তাঁকে শোকজ করল কমিশন। শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে দিলীপকে শোকজের উত্তর দিতে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি। পাশাপাশি এদিনই তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল কমিশনে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে দিলীপের প্রার্থিপদ বাতিলের দাবি জানিয়েছে।
আরও পড়ুন-প্রতিহিংসা, দিল্লিতে মহুয়াকে ইডির ডাক
রবিবার বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হিসেবে প্রচার করতে নেমে দিলীপ তাঁর রুচির সঙ্গে সাজুয্য রেখেই কুরুচিকর আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। কোনও রাজনীতিবিদ এভাবে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে যে আক্রমণ করতে পারেন তা কেউ বিশ্বাস করতে পারেননি। ঘরে-বাইরে আক্রমণের মুখে পড়েন দিলীপ। শুধু মুখ্যমন্ত্রীকে নয়, আক্রমণ করা হয় বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেও। দিলীপের বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে অভিযোগ জানায়। দলে ছিলেন মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ডাঃ শশী পাঁজা, ব্রাত্য বসু, নাদিমূল হক, প্রতিমা মণ্ডল, বসুন্ধরা গোস্বামী, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুদর্শনা মুখোপাধ্যায় ও কুণাল ঘোষ। বৈঠক শেষে তৃণমূলের প্রতিনিধি দল জানায়, তৃণমূল কংগ্রেসের তিনটি বক্তব্য চিফ ইলেক্টোরাল অফিসারকে জানিয়ে আসা হয়েছে। ১. দিলীপ ঘোষকে শোকজ করতে হবে। ২. দিলীপ ঘোষকে প্রচার থেকে অন্তত ৭ দিন সাসপেন্ড করতে হবে এবং ৩. প্রয়োজনে দিলীপ ঘোষের প্রার্থিপদ বাতিল করতে হবে। তিনি বারবার কু-কথা বলা অভ্যাসে পরিণত করেছেন। এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কখনও তিনি মা দুর্গার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন। মুখ্যমন্ত্রীর যখন পায়ে চোট তখন তিনি অশালীন কথাবার্তা বলেছেন। এখন আবার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে নোংরা প্রশ্ন তুলেছেন। তৃণমূলের প্রতিনিধি দল অভিযোগ জানিয়ে আসার পরেই বিকেলে দিলীপকে শোকজ করা হয়। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষ ‘সিরিয়াল অফেন্ডার’।
আরও পড়ুন-প্রচারের অভিমুখ বেঁধে দিলেন অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মহিলাদের ধারাবাহিকভাবে কদর্য আক্রমণ করছেন। মডেল কোড অফ কন্ডাক্টকেও মানছেন না। মন্ত্রী ব্রাত্য বসু বলেন, আসানসোলে পবন সিংয়ের মতো প্রার্থীকে যারা দাঁড় করায় তারা যে নারীবিদ্বেষী তা বলার অপেক্ষা রাখে না। মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, বিজেপি সমগ্র নারী জাতিকে অপমান করছে। এটা দেশের লজ্জা। সাংসদ সুখেন্দুশেখর রায় জানান, আইনি পদক্ষেপের পাশাপাশি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের অফিসে অভিযোগ করা হবে। তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, রুচিহীন কুৎসিত দিলীপ। জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ও জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। আপনার পার্টি আপনাকে ঘাড়ধাক্কা দিয়ে মেদিনীপুর থেকে তাড়িয়েছে। এসব মানসিক অবসাদের বহিঃপ্রকাশ। জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবেন দিল্লির মেয়ে, বাংলায় দাঁড়িয়ে বলবেন বাংলার মেয়ে, ত্রিপুরায় বলবেন ত্রিপুরার মেয়ে। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন তারপর অন্য কথা বলবেন।
আরও পড়ুন-প্রতিহিংসা, দিল্লিতে মহুয়াকে ইডির ডাক
জবাব দিয়েছেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদও। দিলীপের পুরনো কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া তাঁকে ধুইয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দিলীপ ঘোষ ও বিজেপির মানসিকতায় স্পষ্ট হয়ে যাচ্ছে কীভাবে তারা নারীশক্তিকে অপমান করে। যারা মাতৃশক্তিকে অপমান করে তাদের মানুষ সহ্য করবেন কেন? ধিক্কার এদের প্রাপ্য। বাংলার মা-বোনেরা জবাব দেবেন। এদিনই বর্ধমান শহরের লোকো এলাকায় দিলীপকে ঘিরে গো-ব্যাক ধ্বনিও ওঠে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বিডিওর ঘরে ঢুকে পুলিশ প্রশাসনকে লাঠি-ঝাঁটা নিয়ে আক্রমণ করার হুঁশিয়ারি দেওয়ায় কমিশন নোটিশ পাঠিয়েছে। জবাব দিতে হবে আজ, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে।