বাগানের প্র্যাকটিসে যোগ দিলেন দিমিত্রি

Must read

প্রতিবেদন : বাকি বিদেশিরা চলে এসেছিলেন আগেই। সোমবার মোহনবাগানের প্র্যাকটিসে যোগ দিলেন দিমিত্রি পেত্রাতোসও (Dimitri Petratos_Mohun Bagan)। শনিবারই শহরে চলে এসেছিলেন বাগানের অস্ট্রেলীয় তারকা। সেদিন হোটেলে জিম সেশন করে কাটিয়েছিলেন। রবিবার ছিল ছুটি। এদিন মাঠে বল পায়ে সতীর্থদের সঙ্গে চুটিয়ে প্র্যাকটিস করলেন দিমিত্রি (Dimitri Petratos_Mohun Bagan)।
শরীরের মেদ অনেকটাই ঝরিয়ে ফেলেছেন। সবুজ-মেরুন জার্সিতে নিজেকে নতুন করে প্রমাণ করার জন্য তিনি যে মুখিয়ে রয়েছেন, সেটা দিমিত্রির শরীরী ভাষাতেই স্পষ্ট। বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গিয়েছে তাঁকে। আরেক অস্ট্রেলীয় তারকা জেসন কামিন্সের সঙ্গে হাসিঠাট্টাও করতে দেখা গিয়েছে দিমিত্রিকে। গত মরশুমে নিজের সেরা ফর্মে ছিলেন না। এবারও যেকটা ম্যাচ খেলেছেন, প্রত্যাশাপূরণ করতে পারেননি। তবুও সবুজ-মেরুন জনতার কাছে দিমিত্রির জনপ্রিয়তা যে সেই আগের মতোই রয়েছে, সেটা টের পাওয়া গিয়েছে এদিনের প্র্যাকটিসে।
ভিসা জটে এখনও কলকাতায় এসে পৌঁছতে পারেননি মোহনবাগানের নতুন কোচ সের্জিও লোবেরা। তাঁর অনুপস্থিতিতে ফিজিও সার্জিও গার্সিয়ার তত্ত্বাবধানে অনুশীলন করছেন ফুটবলাররা। প্র্যাকটিসে মূলত জোর দেওয়া হচ্ছে ফিটনেস ট্রেনিংয়ে। ক্লাব সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কলকাতায় পা রাখবেন লোবেরা।

আরও পড়ুন-চার গোলে জিতে ফাজিলাদের শুরু

Latest article